ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

সূচক কমলেও লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

২০২৪ মে ২৬ ১৭:৫৪:৩৮
সূচক কমলেও লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক : আজ ২৬ মে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের একটানা পতন হতে থাকে। দিনশেষে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ২৬ মে এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১৯.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৩৩.১৩ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬টি এবং কমেছে ১৩টির।

এদিন এসএমইতে ২০ লাখ ৫৫ হাজার ২৫১টি শেয়ার ১ হাজার ৫৮০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬ কোটি ৯২ লাখ ৩৩ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৮৮ লাখ ৮৪ হাজার টাকার। সে হিসেবে লেনদেন বেড়েছে ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ হাজার ২৩১ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্র্যাফটসম্যান। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৬০ পয়সায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা নিয়ালকোর ৩ টাকা ৪০ পয়সা বা ৭.৬৫ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৪৭ টাকা ৮০ পয়সায়।

দর কমার শীর্ষে ছিল বিডি পেইন্টসের। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৯০ পয়সা বা ৮.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২ টাকায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মামুন এগ্রোর। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৪ লাখ ৯১ হাজার ৮২৭টি শেয়ার ৯২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা।

শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে