ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রতীক পেয়ে দশ ট্রাক আনারস নিয়ে প্রার্থীর মিছিল

২০২৪ মে ০৪ ০৬:৩১:৫০
প্রতীক পেয়ে দশ ট্রাক আনারস নিয়ে প্রার্থীর মিছিল

নিজস্ব প্রতিবেদক : উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা লোকজন নিয়ে বিভিন্নভাবে শোডাউন করার চেষ্টা করছেন।

ঢাকার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে শুক্রবার আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী আব্দুল লতিফের পক্ষে মধুপুর থেকে আনা দশ ট্রাক আনারস নিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন একটি পৌরসভার ২১টি স্থানে নির্বাচনি প্রচার প্রচারণা অনুষ্ঠিত হয়। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশগ্রহণ করেন।

জুমার নামাজের বিরতি শেষে দিনভর আনারস হাতে চলে নির্বাচনি প্রচার-প্রচারণা। এতে সারা ধামরাই উপজেলাজুড়ে আলোড়নের সৃষ্টি হয়েছে।

প্রার্থী আব্দুল লতিফ বলেন, আনারস প্রতীক আমার এবং আমার সমর্থকদের পছন্দের প্রতীক। লটারিতে আমার ভাগ্যে এই প্রতীকটিও এসেছে। এতে আমি এবং আমার সমর্থকরা খুব খুশি।

শেয়ারনিউজ, ০৪ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে