ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

নীতিমালা লঙ্ঘন করায় হজ চিকিৎসক দলের নার্সদের ৬ মাসের স্থগিতাদেশ

২০২৪ মে ০১ ০৮:৫৯:৪৯
নীতিমালা লঙ্ঘন করায় হজ চিকিৎসক দলের নার্সদের ৬ মাসের স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক : হজ যাত্রী স্বাস্থ্যসেবা নীতিমালা লঙ্ঘন ও অনৈতিক সুযোগ গ্রহণ করায় হজ চিকিৎসক দল-২০২৪ এর কিছু সংখ্যক নার্সদের স্থগিতাদেশ জারি করেছেন হাইকোর্ট।

পাশাপাশি জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স খাঁন মো. গোলাম মোরশেদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি নিষ্পতি করার নির্দেশ দেন আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) হাইকোর্ট ডিভিশনের বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মো. বজলুর রহমান কোর্টে রিট পিটিশন দাখিল করলে মহামান্য আদালত ছয় মাসের জন্য স্থগিতাদেশ এবং রুল জারি করেন।

আদালত সরকারি চাকুরী আইন ২০১৮, নবম অধ্যায়, সরকারি সেবা প্রধান নিশ্চিতকরণ, ২৫ ধারা বিধান সমূহ, নির্ধারিত সময় সরকারী সেবা প্রদান, অনুসরণ করিয়া আমার আবেদনটি নিষ্পত্তি করার জন্য নির্দেশ প্রদান করেন।

গোলাম মোরশেদ অভিযোগপত্রে উল্লেখ করেছেন, গত ৭ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হজযাত্রী স্বাস্থ্যসেবা নীতিমালা-২০১৮ অনুসরণ করে সমন্বিত হজ চিকিৎসক দল-২০২৪ সালের জন্য নার্স হিসেবে অন্তর্ভুক্তির তিনি আবেদন করেন। পরবর্তীতে ৯ এপ্রিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ-২ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চিকিৎসক দল ৫৫ জন নার্সিং কর্মকর্তার নাম থাকলেও তার নাম দেখতে পাননি।

পরে খোঁজ নিয়ে জেনেছেন, সমন্বিত হজ চিকিৎসক দলের মধ্যে অনেকেই অবৈধভাবে নীতিমালা ও বিজ্ঞপ্তি/ আবেদন সংক্রান্ত স্মারক বহির্ভূতভাবে অতিরিক্ত বয়স, নার্স না হয় ও নার্স হিসেবে অন্তর্ভুক্তি, এবং একই ব্যক্তি তিন থেকে আট বার স্থানীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত, আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার ছাড়াই চিকিৎসক দলে অন্তর্ভুক্ত হয়ে সউদী গিয়েছেন।

আবেদনে তিনি বলেন, এই কারণে গত ১২ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করার পর কোন ফলাফল না পেয়ে বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়েছি।

হজ চিকিৎসক দল-২০২৪ এর তালিকা অনুযায়ী, চলতি বছরে বাংলাদেশ থেকে যারা হজে যাবেন তাদের চিকিৎসা সেবায় সরকারি খরচে সউদী আরব যাচ্ছেন ১৮৯ জন স্বাস্থ্য কর্মী।

এর মধ্যে ৮৫ জন ডাক্তার, ৫৫ জন নার্স, ২৪ জন ফার্মাসিস্ট এবং ২৫ জন ওটি/ল্যাব সহকারী। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, হজযাত্রী স্বাস্থ্য নীতি ২০১৮ অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

হজযাত্রী হেলথ কেয়ার পলিসি ২০১৮ এর ধারা ৭ অনুসারে, ৭ এর ২ অনুযায়ী আবেদনকারীর বয়স ৩৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। ৭ এর ৩ ধারায় বলা হয়েছে যে ব্যক্তি একবার হজ স্বাস্থ্যসেবা দলের সাথে সৌদি আরবে গেলেন, সংশ্লিষ্টরা পরবর্তী বছরের জন্য আবেদন করতে পারবেন না।

শেয়ারনিউজ, ০১ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে