ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় পতনেও স্বস্তিতে ৭ শেয়ারের বিনিয়োগকারীরা

২০২৪ মার্চ ০৭ ১৫:২৫:৫৩
বড় পতনেও স্বস্তিতে ৭ শেয়ারের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেকদক : সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) উভয় শেয়ারবাজারে বড় পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৫৩ পয়েন্টের বেশি। সূচকের এমন পতনেও স্বস্তিতে রয়েছেন ৭ কোম্পানির বিনিয়োগকারীরা।

কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, আইসিবি ইসলামি ব্যাংক, ফাইন ফুডস, বিকন ফার্মা, আনলিমা ইয়ার্ন ডাইং, গোল্ডেন সন এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।

বিনিয়োগকারীদের আগ্রহের কারণে কোম্পানিগুলোর শেয়ারের দাম আজ সোয়া ৪ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এরমধ্যে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় হল্টেড হয়েছে ১টি কোম্পানির শেয়ার।

হল্টেড হওয়া কোম্পানিটি হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলো শেয়ার দিনের প্রথম ভাগে সার্কিট ব্রেকারের প্রায় কাছাকাছি লেনদেন হতে দেখা যায়। তবে দিনের শেষভাগে যখন পতনের ঝাপটা দেখা যায়, তখন কোম্পানিগুলোর শেয়ারও কিছুটা হোঁছট খায়। ফলে কোম্পানিগুলোর শেয়ার বৃদ্ধির হার কিছুটা কমে যায়।

কোম্পানিগুলোর মধ্যে আজ আইসিবি ইসলামি ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৬.৯৭ শতাংশ, ফাইন ফুডসের ৪.৯৬ শতাংশ, বিকন ফার্মার ৪.৮৪ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৪.৫৩ শতাংশ, গোল্ডেন সনের ৪.৩৭ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ৪.২৫ শতাংশ।

শেয়ারনিউজ, ০৭ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে