ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

এলপিজির দাম আবার বাড়ল

২০২৪ মার্চ ০৩ ১৭:০২:৪৬
এলপিজির দাম আবার বাড়ল

নিজস্ব প্রতিবেদক : দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বেড়েছে। ৮ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৮২ টাকা।

রোববার (০৩ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন মূল্যবৃদ্ধির বিষয়টি জানিয়েছে। নতুন দাম রোববার সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়। গত ২ জানুয়ারি ভোক্তা পর্যায়ে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

১২ কেজির এলপিজি বাসা-বাড়ির রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। টানা ৮ মাস ধরে ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে এলপিজির দাম।

শেয়ারনিউজ, ০৩ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে