ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

মুনাফায় ফিরেছে প্রকৌশল খাতের দুই কোম্পানি

২০২৪ ফেব্রুয়ারি ০৫ ২২:১৮:৩৮
মুনাফায় ফিরেছে প্রকৌশল খাতের দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের দুই কোম্পানি বিবিএস কেবলস ও রানার অটোমোবাইল চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মুনাফায় ফিরেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) বিবিএস কেবলসের শেয়ার প্রতি লোকসান ছিল ৩২ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১২ পয়সা।

অন্যদিকে, অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) রানার অটোমোবাইলসের শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ২৭ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ০৫ পয়সা।

কোম্পানিটি দুটির ডিভিডেন্ড ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত কোম্পানি দুটি ১০ শতাংশের কম ডিভিডেন্ড দেয়নি। ১৫ শতাংশ পর্যন্ত ডিভিডেন্ড দিয়েছিল। কিন্তু ব্যবসায়িক মন্দার কারণে ২০২৩ সালে লোকসানের কারণে বিবিএস কেবলস ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তবে রানার অটোমোবাইলস কোনো ডিভিডেন্ড দিতে পারেনি।

কোম্পানিটি ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে অদ্যাবধি শেয়ারের প্রাইস হিস্ট্রি পর্যালোচনা করলে দেখাযায় ২০১৯ সালে ১১৫ টাকার অধিক দরে হলেও বর্তমানে এর প্রাইস যেখানে অবস্থান করছে সে অবস্থায় কখোনো আসেনি। এই স্টকের বিনিয়োগকারীদের সাথে কথা বলে জানা যায় বড় মাত্রার লোকসানের কারণে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে।

তারা বলছেন, এই অবস্থায় সেল দিলে তাদের যে লস হবে তা রিকভার করা প্রায় অসম্ভব হবে। ফ্লোর প্রাইস তুলে দেয়ার পর ৪০ শতাংশের বেশি নিচে নামলে তারা আরো হতাশ হয়ে পড়েন। এখন লেনদেন বৃদ্ধি এবং দর কিছুটা বাড়তে দেখে তারা আশান্বিত হচ্ছেন।

বিবিএস ক্যাবলের বিনিয়োগকারীদের মনটাও খারাপ। তবে এটাও চলতে অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে ২০২২ সালের তুলনায়.০৩ পয়সা বেশি ইপিএস গেইন করেছে। একারণে এই শেয়ারে বিনিয়োগকারীরা ভাবছেন এই ধরা চতুর্থ প্রান্তিকে ধরে রাখতে পারলে ভালো ডিভিডেন্ড দিতে পারবে বলে তাদের আশা।

কোম্পানি দুটির উপর এসটিএস স্টক ট্রেড সিক্রেট-এর অ্যানালাইসিস দেখতে নিচে ক্লিক করুন-

শেয়ারনিউজ, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে