ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ার কিনেছে শীর্ষ ৬ কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৪ জানুয়ারি ২৭ ১১:৪৬:০২
শেয়ার কিনেছে শীর্ষ ৬ কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২১-২৫ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি ছিল- বিডি থাই অ্যালুমিনিয়াম, ওরিয়ন ইনফিউশন, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, দেশবন্ধু পলিমার, কর্ণফুলী ইন্সুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, ব্র্যাক ব্যাংক এবং সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে ৬টি কোম্পানির শেয়ার কিনেছে বড় বিনিয়োগকারীরা। যার কারণে সপ্তাহজুড়ে লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল ওই ৬ কোম্পানি। কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম, ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং ফুড, কর্নফুলী ইন্সুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংক পিএলসি। তবে চলতি সপ্তাহে যদি কোম্পানিগুলোর শেয়ারে বড় বিনিয়োগকারীরা মুনাফা তোলে, তাহলে কোম্পানিগুলোর শেয়ারদর সংশোধন হতে পারে।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ২০ লাখ ২৫ হাজার ৮৮০টি লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৮৬ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯.০৯ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৭ লাখ ৩০ হাজার ৪০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩ কোটি ১৯ লাখ ৪৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৭২ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২.৯৪ শতাংশ।

লেনদেন তালিকার চতুর্থ স্থানে ছিল ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ২১ লাখ ৬০ হাজার ৮৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯ কোটি ৮০ লাখ ১৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.০২ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬.৯১ শতাংশ।

লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে ছিল কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার ৬৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯ কোটি ৪১ লাখ ৭২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯৪ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২১.৩০ শতাংশ।

লেনদেন তালিকার সপ্তম স্থানে ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১২ লাখ ৮৮ হাজার ৬৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮ কোটি ২৯ লাখ ৫৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৭১ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ০.৮৪ শতাংশ।

লেনদেন তালিকার নবম স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ০৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮ কোটি ০৫ লাখ ০২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৬৬ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪.৭৫ শতাংশ।

শেয়ারনিউজ, ২৭ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে