ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

দরপতনেও লেনদেন বেড়েছে ১১ খাতে

২০২৪ জানুয়ারি ২৪ ১৮:৫২:১৫
দরপতনেও লেনদেন বেড়েছে ১১ খাতে

নিজস্ব প্রতিবেদক : আজ ২৪ জানুয়ারি দেশের শেয়ারবাজারে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ খাতের লেনদেন বেড়েছে। খাতভিত্তিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ছিল কাগজ ও প্রকাশনা খাত। একই সময়ে ৯ খাতে লেনদেন কমেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ডিএসইতে কাগজ ও প্রকাশনা খাতে ৮৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে ২৪ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ আজ এ খাতে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ২২ লাখ টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে বস্ত্র খাতে। এ খাতে আজ ১০৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে ৭৬ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ আজ এ খাতে লেনদেন বেড়েছে ৩১ কোটি ৩ লাখ টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে। এ খাতে আজ ৮৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে ৭১ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ আজ এ খাতে লেনদেন বেড়েছে ১৭ কোটি ৯৩ লাখ টাকার।

অন্য খাতগুলোর মধ্যে- সিরামিক খাতে ১৫ কোটি ৫৭ লাখ টাকা, তথ্য প্রযুক্তি খাতে ১০ কোটি ১৭ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে ১০ কোটি ২ লাখ টাকা, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৯ কোটি ৪২ লাখ টাকা, ওষুধ ও রসায়ন খাতে ৮ কোটি ২৯ লাখ টাকা, বিদ্যুৎ ও জ্বালানী খাতে ৭ কোটি ৫৯ লাখ টাকা, টেলিকমিউনিকেশন খাতে ৬ কোটি ৬৩ লাখ টাকা এবং লাইফ ইন্স্যুরেন্স খাতে ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে।

শেয়ারনিউজ, ২৪ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে