ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনের বাজারেও দরবৃদ্ধিতে ঝুঁকিপূর্ণ কোম্পানির দাপট

২০২৪ জানুয়ারি ২৪ ১৮:০৯:০৫
পতনের বাজারেও দরবৃদ্ধিতে ঝুঁকিপূর্ণ কোম্পানির দাপট

নিজস্ব প্রতিবেদক : আজ দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপননেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

এই দরপতনেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধিতে দাপট দেখিয়েছে বিনিয়োগ ঝুঁকিতে থাকা কোম্পানিগুলো। সর্বোচ্চ দরবৃদ্ধিতে প্রথম ১০ কোম্পানির মধ্যে ৭টিই বিনিয়োগ ঝুঁকিতে রয়েছে।

কোম্পানিগুলো হলো- আফতাব অটোমোবাইলস, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস, খুলনা প্রিন্টিং, লিবরা ইনফিউশন, আলহাজ টেক্সটাইল এবং মিথুন নিটিং।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে আফতাব অটোমোবাইলসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৭.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭০ পয়সায়। প্রথম প্রান্তিকে লোকসান দেখানোর কারণে কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ রয়েছে।

এদিন ডিএসইতে চতুর্থ সর্বোচ্চ দর বেড়েছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৫০ পয়সা বা ৭.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০৮ টাকা ৩০ পয়সায়। প্রথম প্রান্তিকে লোকসান দেখানোর কারণে কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ রয়েছে।

এদিন ডিএসইতে পঞ্চম সর্বোচ্চ দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৭.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা ৭০ পয়সায়। কোম্পানিটির সর্বশেষ পিই রেশিও ১৬৮.৬১ পয়েন্ট। এছাড়া, বর্তমানে কোম্পানিটির পুঞ্জিভুত লোকসানের পরিমাণ ৭ কোটি ৭২ লাখ টাকা।

ষষ্ঠ সর্বোচ্চ ১ টাকা ৮০ পয়সা বা ৬.৭৬ শতাংশ দর বেড়েছে খুলনা প্রিন্টিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। প্রথম প্রান্তিকে লোকসান দেখানোর কারণে কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ রয়েছে। এছাড়া, বর্তমানে কোম্পানিটির পুঞ্জিভুত লোকসানের পরিমাণ ৮৬ কোটি ৬৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে সপ্তম সর্বোচ্চ দর বেড়েছে লিবরা ইনফিউশনের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৫৭ টাকা ৩০ পয়সা বা ৬.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯১০ টাকা ৩০ পয়সায়। কোম্পানিটির সর্বশেষ পিই রেশিও ৬০৬৮.৬৭ পয়েন্ট।

নবম সর্বোচ্চ ৮ টাকা ৬০ পয়সা বা ৬.২৯ শতাংশ দর বেড়েছে আলহাজ টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১৪৫ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। প্রথম প্রান্তিকে লোকসান দেখানোর কারণে কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ রয়েছে। এছাড়া, বর্তমানে কোম্পানিটির পুঞ্জিভুত লোকসানের পরিমাণ ১ কোটি ৬ লাখ টাকা।

দশম সর্বোচ্চ ৭০ পয়সা বা ৫.০৭ শতাংশ দর বেড়েছে মিথুন নিটিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। প্রথম প্রান্তিকে লোকসান দেখানোর কারণে কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ রয়েছে। এছাড়া, বর্তমানে কোম্পানিটির পুঞ্জিভুত লোকসানের পরিমাণ ১৪ কোটি ৪৮ লাখ টাকা।

শেয়ারনিউজ, ২৪ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে