ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

লেনদেনে ‘বি’ ক্যাটাগরির আধিপত্য

২০২৪ জানুয়ারি ২৪ ১৭:২০:২২
লেনদেনে ‘বি’ ক্যাটাগরির আধিপত্য

নিজস্ব প্রতিবেদক : আজ দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে আধিপত্য বিস্তার করেছে ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। লেনদেন তালিকার ১০ কোম্পানিরম মধ্যে ৭টিই ছিল ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, বিডি থাই অ্যালুমিনিয়াম, আইএফআইসি ব্যাংক, একমি পেস্টিসাইডস, সেন্ট্রাল ফার্মা, দেশবন্ধু পলিমার এবং ফরচুন সুজ।

জানা যায়, আজ ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডসের। এদিন ডিএসইতে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৪২ হাজার ১৯২টি শেয়ার ৮ হাজার ৮৭৫বার হাতবদল হয়েছে, টাকার অংকে যার বাজারমূল্য ৪১ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা।

আজ ডিএসইতে চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে বিডি থাই অ্যালুমিনিয়ামের। এদিন ডিএসইতে কোম্পানিটির ৯৭ লাখ ৭৪ হাজার ৪১৭টি শেয়ার ৪ হাজার ৯৪১বার হাতবদল হয়েছে, টাকার অংকে যার বাজারমূল্য ৩২ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার টাকা।

আজ ডিএসইতে পঞ্চম সর্বোচ্চ লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংকের। এদিন ডিএসইতে কোম্পানিটির ২ কোটি ৩৩ লাখ ১ হাজার ২৫৩টি শেয়ার ৪ হাজার ৭৭২বার হাতবদল হয়েছে, টাকার অংকে যার বাজারমূল্য ২৬ কোটি ৮৯ লাখ ১০ হাজার টাকা।

লেনদেন তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করা একমি পেস্টিসাইডসের ১ কোটি ৭ লাখ ৮১ হাজার ৫০০টি শেয়ার ৪ হাজার ৯২৯বার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ২৬ কোটি ১২ লাখ ১০ হাজার টাকা।

২০ কোটি ৯ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে সেন্ট্রাল ফার্মা।

এদিন দেশবন্ধু পলিমারের ১৯ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন হওয়ায় কোম্পানিটি তালিকায় নবম স্থানে অবস্থান করছে।

আজ ডিএসইতে ফরচুন সুজের ৩১ লাখ ৮ হাজার ৩৪০টি শেয়ার ৪ হাজার ৩৩৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৭ কোটি ৫৬ লাখ ২৪ হাজার টাকা। এর ফলে এদিন কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার দশম স্থানে অবস্থান করছে।

শেয়ারনিউজ, ২৪ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে