ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সোমবার সর্বোচ্চ দামে হল্টেড ১৩ কোম্পানি

২০২৪ জানুয়ারি ২২ ১৬:০৪:০৮
সোমবার সর্বোচ্চ দামে হল্টেড ১৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইস প্রত্যাহারের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার (২২ জানুয়ারি) শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। আগের দিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছিল ৯৬ পয়েন্টের বেশি। আজ পতনের চাপ সামলিয়ে সূচক বেড়েছে ১৪ পয়েন্টের বেশি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন লেনদেনের প্রথম ঘন্টায় চার কোম্পানির শেয়ার বিক্রেতাশুন্য হতে দেখা যায়। তারপর ধীরে ধীরে বিক্রেতাশুন্য তালিকা আরও বড় হতে থাকে। শেষবেলায় ১৩টি প্রতিষ্ঠান বিক্রেতাশুন্য হয়ে পড়ে। প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে হল্টেড হয়ে যায়।

প্রতিষ্ঠানগুলো হলো-অলিম্পিক অ্যাক্সেসরিজ, ঢাকা ডাইং, খান ব্রাদার্স, ইমাম বাটন, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, ইনটেক অনলাইন, আফতাব অটোমোবাইলস, সেন্ট্রাল ফামা, সিমটেক্স, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড, জাহিন স্পিনিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড।

কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক অ্যাক্সেসরিজের দাম বেড়েছে ১০ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১০ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৯৯ শতাংশ, ইমাম বাটনের ৯.৯৮ শতাংশ, আফতার অটোমোবোইলসের ৯.৯০ শতাংশ, ইনটেক অনলাইনের ৯.৯৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৯৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৬০ শতাংশ, সিমটেক্সের ৯.৪৮ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৮.৯৬ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৮.৭৯ শতাংশ, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ডের ৮.৪৮ শতাংশ এবং প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৮.৪৫ শতাংশ।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাডজাস্টমেন্টের কারণে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড, জাহিন স্পিনিং, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড এবং প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের দাম সার্কিট ব্রেকারের নিচে ক্লোজিং হয়েছে।

শেয়ারনিউজ, ২২ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে