ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

মন্ত্রীকে দায়িত্ব দিলেন ঢাকা ওয়াসাকে শেয়ার মার্কেটে আনার

২০২৪ জানুয়ারি ২১ ২২:১৪:৩৭
মন্ত্রীকে দায়িত্ব দিলেন ঢাকা ওয়াসাকে শেয়ার মার্কেটে আনার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ওয়াসা একটি লাভজনক প্রতিষ্ঠান। আমরা কেন শেয়ার মার্কেটে যাব না? আমরা এটা নিয়ে চিন্তা করতে পারি। এই চিন্তা করার জন্য দায়িত্ব দিলাম স্থানীয় সরকার মন্ত্রীকে। এসব কথা বলেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবার মন্ত্রী হিসেবে তাজুল ইসলাম পুনরায় নিয়োগ পাওয়ায় ঢাকা ওয়াসার পক্ষ থেকে মন্ত্রীকে অভিনন্দন জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা ওয়াসা প্রতিষ্ঠানটি সদর দপ্তর কাওরানবাজারে রোববার (২১ জানুয়ারি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মন্ত্রীর উদ্দেশে ওয়াসার এমডি বলেন, এই আমলেই আপনারা পারেন ঢাকা ওয়াসাসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে স্টক মার্কেটে নিয়ে গিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করতে। তিনি বলেন, আমরা ঢাকা ওয়াসাকে ইতোমধ্যে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছি।

তাকসিম এ খান বলেন, লাভজনক প্রতিষ্ঠান মানে এই না যে, আমাদের উদ্বৃত্ত লাভ। লাভজনক প্রতিষ্ঠান মানে আমরা একটি ব্রেক ইভেন্ট পয়েন্টে, সরকারি একটি প্রতিষ্ঠান হিসেবে সরকারের কোনো ভর্তুকি ছাড়া এগিয়ে যাওয়ার দিকে অগ্রসর হচ্ছি।

তিনি বলেন, আমরা চেষ্টা করব ঢাকা ওয়াসাকে কোনো রকম ভর্তুকি ছাড়া প্রতিষ্ঠানে রূপান্তর করতে। তাই আমরা কেন শেয়ার মার্কেটে যাব না? কারণ ঢাকা ওয়াসা লাভজনক প্রতিষ্ঠান। আমরা এটা নিয়ে চিন্তা করতে পারি।

তাকসিম এ খান বলেন, ঢাকা ওয়াসা অ্যাক্ট, ১৯৯৬-এর পরিপূর্ণ বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য। আর এই পথে আমরা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছি। ঢাকা ওয়াসার অর্গানোগ্রাম পরিবর্তনে সহযোগিতা করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। ঢাকা ওয়াসাকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই মিলে কাজ করছি।

ঢাকা ওয়াসার এমডির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রফেসর ড. সুজিত কুমার বালা।

শেয়ারনিউজ, ২১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে