ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

দুই বছরের মধ্যে সর্বোচ্চ দামে ৮ কোম্পানির শেয়ার

২০২৪ জানুয়ারি ২১ ১৭:১৩:৫১
দুই বছরের মধ্যে সর্বোচ্চ দামে ৮ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইস তুলে নেয়ার পর প্রথম কর্মদিবস আজ রোববার (২১ জানুয়ারি) দেশের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে সাড়ে ৯৬ পয়েন্ট।

এমন পতনের দিনে আজ গত দুই বছরের মধ্যে সবোচ্চ দামে৫টি কোম্পানি এবং এক বছরের মধ্যে সর্বেোচ্চ দামে ৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। শেয়ারদর বাড়াতে ধসের বাজারেও কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে।

কোম্পানিগুলো হলো-বিডি থাই অ্যালুমিনিয়াম, দেশবন্ধু পলিমার, কর্ণফুলী ইন্সুরেন্স, কেএন্ডকিউ, খান ব্রাদার্স, লাফার্জহোলসিম, ওরিয়ন ইনফিউশন ও স্কয়ার ফার্মা। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো মধ্যে আজ বিডি থাই অ্যালুমিনিয়ামের ক্লোজিং দাম হয়েছে ৩২ টাকা ৬০ পয়সা। এটি কোম্পানিটির গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ দাম। গত দু্ই বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দাম ছিল ১২ টাকা ৭০ পয়সা।

দেশবন্ধু পলিমারের আজ ক্লোজিং দাম হয়েছে ৪৮ টাকা ৮০ পয়সা। এটি কোম্পানিটির গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ দাম। গত দু্ই বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দাম ছিল ১৫ টাকা ৫০ পয়সা।

কর্ণফুলী ইন্সুরেন্সের আজ ক্লোজিং দাম হয়েছে ৪৫ টাকা ৬০ পয়সা। এটি কোম্পানিটির গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ দাম। গত দু্ই বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দাম ছিল ২৭ টাকা ১০ পয়সা।

কেএন্ডকিউর আজ ক্লোজিং দাম হয়েছে ২৭৫ টাকা ৬০ পয়সা। এটি কোম্পানিটির গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দাম। গত এক বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দাম ছিল ১৯৬ টাকা ৩০ পয়সা।

খান ব্রাদার্সের আজ ক্লোজিং দাম হয়েছে ১৬০ টাকা ২০ পয়সা। এটি কোম্পানিটির গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ দাম। গত দু্ই বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দাম ছিল ৯ টাকা ৯০ পয়সা।

লাফার্জহোলসিমের আজ ক্লোজিং দাম হয়েছে ৭৩ টাকা ৪০ পয়সা। এটি কোম্পানিটির গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দাম। গত এক বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দাম ছিল ৬৪ টাকা ৮০ পয়সা।

ওরিয়ন ইনফিউশনের আজ ক্লোজিং দাম হয়েছে ৪৭৪ টাকা ৪০ পয়সা। এটি কোম্পানিটির গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দাম। গত এক বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দাম ছিল ৬৪ টাকা ৮০ পয়সা।

স্কয়ার ফার্মার আজ ক্লোজিং দাম হয়েছে ২১৩ টাকা ৮০ পয়সা। এটি কোম্পানিটির গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দাম। গত এক বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দাম ছিল ২০৯ টাকা ৫০ পয়সা।

শেয়ারনিউজ, ২১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে