ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ফ্লোর থেকে উঠেই যে কারণে সন্ধানী ইন্সুরেন্সের উল্লম্ফন

২০২৪ জানুয়ারি ১৬ ০৭:৫১:৫৬
ফ্লোর থেকে উঠেই যে কারণে সন্ধানী ইন্সুরেন্সের উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমার বড় মূলধনী কোম্পানি সন্ধানী লাইফ ইন্সুরেন্সের শেয়ারদর ১১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তিন কর্মদিবসে ২৩ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুল ইসলাম টিটু সরকারের গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রী হওয়ায় দীর্ঘদিন ফ্লোর প্রাইসে থাকা কোম্পানিটির শেয়ার দামে এমন উল্লম্ফন হয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

কোম্পানিটির শেয়ার গত বছরের ৩ অক্টোবর থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত ফ্লোর প্রাইসে আটকে ছিল। আহসানুল ইসলাম টিটু প্রতিমন্ত্রী হওয়ায় পর তিন কর্মদিবসে কোম্পানির শেয়ারদর ২৬ টাকা ৯০ পয়সা থেকে ৩৩ টাকা ৩০ পয়সায় উঠেছে।

প্রসঙ্গত, ২০১৮ সাল পর্যন্ত আহসানুল ইসলাম টিটু কোম্পানিটির সিইও হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি কোম্পানিটির উপদেষ্টা হন। তাঁর কাছে কোম্পানিটির ৩৬ লাখ ৫৬ হাজার শেয়ার রয়েছে।

বিনিয়োগকারীরা মনে করছেন, প্রতিমন্ত্রী হিসেবে আহসানুল ইসলাম টিটুর নতুন অবস্থান সন্ধ্যানি লাইফ ইন্স্যুরেন্সের জন্য ইতিবাচক ফলাফল বইয়ে আনবে। সরকারের নীতি নির্ধারণে যুক্ত হওয়ায় কোম্পানিটির নতুন ব্যবসার দরজা খুলে যেতে পারে।

আহসানুল ইসলাম টিটু গত ১১ জানুয়ারি মন্ত্রীসভার সদস্য হিসেবে শপথ নেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি টাঙ্গাইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সন্ধ্যানি লাইফ ইন্স্যুরেন্স ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর উদ্যোক্তা পরিচালকদের কাছে কোম্পানিটির ২৯.২৪ শতাংশ শেয়ার রয়েছে। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২.৮২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৭.৭৩ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ ২০২২ সালে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের একটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০১৯ সাল থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের একই পরিমাণ ডিভিডেন্ড দিয়ে আসছে। কোম্পানিটি কোনো বছরই শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড বঞ্চিত করেনি।

ফ্লোর প্রাইস ভেঙ্গেছে বড় মূলধনী দুই কোম্পানি

শেয়ারনিউজ, ১৬ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে