ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

আর্থিক খাতে মাইনাস রিজার্ভ ৯ কোম্পানির

২০২৪ জানুয়ারি ১৩ ২১:৫২:৩১
আর্থিক খাতে মাইনাস রিজার্ভ ৯ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে মাইনাস রিজার্ভ রয়েছে ৯টি কোম্পানির। আর বেশি রিজার্ভ রয়েছে ৫টি কোম্পানির এবং কম রিজার্ভ রয়েছে ৯টি কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

মাইনাস রিজার্ভের ৯ কোম্পানি হলো- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ফনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

ইন্টারন্যাশনাল লিজিং : আর্থিক খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মাইনাস রিজার্ভ রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২২১ কোটি ৮২ লাখ টাকা। বিপরীতে মাইনাস রিজার্ভ রয়েছে ৩ হাজার ৮২০ কোটি ৫১ লাখ টাকা।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স : কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০০ কোটি ৬৮ লাখ টাকা। বিপরীতে মাইনাস রিজার্ভ রয়েছে ১ হাজার ১৭৬ কোটি ২৯ লাখ টাকা।

ফারইস্ট ফাইন্যান্স : কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬৪ কোটি ৭ লাখ টাকা। বিপরীতে মাইনাস রিজার্ভ রয়েছে ৭৯৫ কোটি ৭০ লাখ টাকা।

এফএএস ফাইন্যান্স : কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৪৯ কোটি ৮ লাখ টাকা। বিপরীতে মাইনাস রিজার্ভ রয়েছে ১ হাজার ৪৩৩ কোটি ২৮ লাখ টাকা।

ফার্স্ট ফাইন্যান্স : কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৫০ লাখ টাকা। বিপরীতে মাইনাস রিজার্ভ রয়েছে ৪৬০ কোটি ৪২ লাখ টাকা।

ফনিক্স ফাইন্যান্স : কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬৫ কোটি ৮৮ লাখ টাকা। বিপরীতে মাইনাস রিজার্ভ রয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা।

পিপলস লিজিং : কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৮৫ কোটি ৪৫ লাখ টাকা। বিপরীতে মাইনাস রিজার্ভ রয়েছে ৩ হাজার ৬৭৯ কোটি ৬০ লাখ টাকা।

প্রিমিয়ার লিজিং : কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩২ কোটি ৯৮ লাখ টাকা। বিপরীতে মাইনাস রিজার্ভ রয়েছে ৩৭৫ কোটি ৪১ লাখ টাকা।

ইউনিয়ন ক্যাপিটাল : কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৭২ কোটি ৫৮ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৪৪৬ কোটি ২১ লাখ টাকা।

২০২৪ সাল হবে মিউচ্যুয়াল ফান্ডের জন্য স্বর্ণযুগ

শেয়ারনিউজ, ১৩ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে