ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ব্যাংক নির্বাহীরা

২০২৪ জানুয়ারি ০৫ ১৫:৫৮:০০
শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ব্যাংক নির্বাহীরা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর নেতৃবৃন্দ শেয়ারবাজারে বিনিয়োগে ইতিবাচক এই মনোভাব প্রকাশ করেছেন।

এবিবি’র সভাপতি এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেনের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এমন মনোভাবের কথা ব্যক্ত করেন ।

আইপিওতে ৯ গুণ আবেদন সিকদার ইন্স্যুরেন্সের

বিএসইসির পক্ষ থেকে এবিবি প্রতিনিধিদেরকে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর ক্ষেতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। বিএসইসির চেয়ারম্যান বলেন, আগামী দিনে দেশের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে। শেয়ারবাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে। তাই শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে ব্যাংকগুলো লাভবান হতে পারে।

অধ্যাপক শিবলী রুবাইয়াত বলেন, আইন অনুসারে ব্যাংকগুলোর রেগুলেটরি ক্যাপিটালের ২৫ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ আছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল ব্যবহারের সুযোগ দিয়েছে। কিন্তু বেশিরভাগ ব্যাংকের বিনিয়োগের পরিমাণ বেঁধে দেওয়া সীমার অনেক কম। তাই তারা শেয়ারবাজারে বিনিয়োগ বাড়িয়ে একদিকে নিজেরা লাভবান হতে পারে, অন্যদিকে বাজারে গতিশীলতা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখতে পারে। এই বাজার বিকশিত ও গতিশীল হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বিএসইসির চেয়ারম্যানের আহ্বানের প্রেক্ষিতে উপস্থিত এবিবি কর্মকর্তারা শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে বৈঠকে অংশগ্রহণকারী একাধিক সদস্য শেয়ারনিউজকে জানিয়েছেন।

শেয়ারনিউজ, ০৫ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে