ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

বার্জার পেইন্টসের রাইট শেয়ার পাবে সাধারণ শেয়ারহোল্ডাররা

২০২৪ জানুয়ারি ০২ ০৮:০৪:২০
বার্জার পেইন্টসের রাইট শেয়ার পাবে সাধারণ শেয়ারহোল্ডাররা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বার্জার পেইন্টস বাংলাদেশকে তার স্পন্সর, পরিচালক এবং কোম্পানির ৫ শতাংশ বা তার বেশি শেয়ারধারী বিনিয়োগকারীদের কাছে রাইট শেয়ার ইস্যু করা থেকে অব্যাহতি দিয়েছে।

এরফলে বহুজাতিক কোম্পানিটির শেয়ারবাজারে আরও ৫ শতাংশ শেয়ার ইস্যু করার ক্ষেত্রে কোম্পানিটির ৫ শতাংশ শেয়ার বা তার বেশি শেয়ারধারীদের বাইরে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য রাইট শেয়ার ইস্যু করতে কোন বাধা নেই।

সম্প্রতি বিএসইসি বার্জার পেইন্টসকে শেয়ারবাজারে কোম্পানিটির ১০ শতাংশ শেয়ার পজিসন বজায় রাখার জন্য আরও ৫ শতাংশ শেয়ার ইস্যু করার নির্দেশনা দিয়ে একটি চিঠি দিয়েছে। বর্তমানে শেয়ারবাজারে কোম্পানিটির পরিশোধিত মূলধনের ৫ শতাংশ শেয়ার রয়েছে।

বিএসইসির নির্দেশনা অনুসারে, কোম্পানির ৫ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণকারী স্পনসর, পরিচালক এবং বিনিয়োগকারীদের রাইট শেয়ার ইস্যু করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৫ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণকারী স্পনসর, পরিচালক এবং বিনিয়োগকারীর যদি রাইট শেয়ার গ্রহণ না করেন, তাহলে সেসব শেয়ার সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য উন্মুক্ত করা হবে।

রাইট ইস্যুর নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানির স্পন্সর, ডিরেক্টরদের রাইট শেয়ার সাধারণত তিন বছরের জন্য লক-ইন থাকে।

যেহেতু সাধারণ শেয়ারহোল্ডাররা তাদের শেয়ার সাবস্ক্রাইব করার অধিকারী হবেন, সেহেতু বিএসইসি কোম্পানিটিকে লক-ইনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে।

বিএসইসি বলছে, শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কোম্পানিটিকে রাইট শেয়ার ইস্যু করা থেকে অব্যাহতি দিয়েছে এবং সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে রাইট শেয়ার ইস্যু করা হবে।

এখন কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করার অনুমোদনের জন্য কমিশনে আবেদন করবে বলে বিএসইসি জানিয়েছে।

বিএসইসির একজন কর্মকর্তা এই বিষয়ে বলেন, সব শেয়ারহোল্ডারদের কাছে রাইট শেয়ার ইস্যু করা হলে বাজারে কোম্পানিটির ফ্রি-ফ্লোট শেয়ার বাড়ানোর পরিকল্পনা সফল হত না বলে এই ছাড় দেওয়া হয়েছে।

তিনি বলেন, সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে রাইট ইস্যুর মাধ্যমে বাজারে ফ্রি-ফ্লোট শেয়ার বৃদ্ধি পাবে এবং কোম্পানি নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে চলতে সক্ষম হবে।

এর আগে গত বছরের আগস্টে, বার্জার পেইন্টস স্পন্সর-পরিচালকদের বাদ দিয়ে সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে রাইট শেয়ার ইস্যু করার জন্য নিয়ন্ত্রক অব্যাহতি চেয়ে কমিশনে আবেদন করেছিল।

প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বিএসইসি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বার্জার পেইন্টস বাংলাদেশকে ১০ শতাংশ ফ্রি-ফ্লোট শেয়ার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছিল।

শেয়ারনিউজ, ০২ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে