ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারের মূলধন বেড়েছে ৭ হাজার কোটি টাকা

২০২৩ ডিসেম্বর ৩০ ২২:২৪:৩১
শেয়ারবাজারের মূলধন বেড়েছে ৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে শেয়ারবাজার ছিল ইতিবাচক। সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৭ হাজার কোটি টাকা।

শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার কোটি টাকা। সপ্তাহ শেষে তা বেড়ে ৭ লাখ ৮০ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

তবে বিদায়ী সপ্তাহে বাজার একদিন বন্ধ থাকায় লেনদেন কমেছে। সপ্তাহে চারদিনে ডিএসইতে ২ হাজার ১১৬ কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে পাঁচদিনে ২ হাজার ৯২৭ কোটি টাকা লেনদেন হয়েছিল।

বিদায়ী সপ্তাহে প্রতিদিন গড়ে প্রতিদিন গড়ে ৫০৪ কোটি টাকা। আগের সপ্তাহে গড়ে ৫৮৫ কোটি টাকা হয়েছিল। সে হিসাবে গত সপ্তাহে লেনদেন কমেছে ৯১১ টাকা। শতকরা হিসাবে যা ৩১.১৩ শতাংশ।

আলোচ্য সপ্তাহে বরাবরের মতো লেনদেনে এগিয়ে ছিল দুর্বল কোম্পানি। যে ১০টি কোম্পানির শেয়ারের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তার মধ্যে পাঁচটিই বি ক্যাটাগরির।

আলোচ্য সময়ে ডিএসই ব্রড সূচক ২.৭৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ সূচক দশমিক ৭৫ পয়েন্ট কমে ২ হাজার ৯৩ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ২.৭৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৬ পয়েন্টে নেমে এসেছে।

গত সপ্তাহে ৪০৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৬টি কোম্পানির শেয়ারের, কমেছে ৮৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২১১টি কোম্পানির শেয়ারের দাম।

শেয়ারনিউজ, ৩০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে