ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

এসএমই মার্কেটে সূচকের উত্থানে সপ্তাহ শুরু

২০২৩ ডিসেম্বর ২৪ ১৭:৩৮:৩৭
এসএমই মার্কেটে সূচকের উত্থানে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক : আজ ২৪ ডিসেম্বর সূচকের উত্থানে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের উত্থান হলেও টাকার অংকে লেনদেন কমেছে এসএমই মার্কেটে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ২৪ ডিসেম্বর এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৪.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬৬.৮৪ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯টি, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

এদিন এসএমইতে ২৩ লাখ ৬০ হাজার ৬১১টি শেয়ার ১ হাজার ৩৯৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৬ কোটি ৯৯ লাখ ২৪ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৮৭ লাখ ৭৪ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ ৬ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন বেড়েছে ৬৪ কোটি ২৬ লাখ ৬৫হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৩০ পয়সা। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা কোম্পানি বেঙ্গল বিস্কিটের ৫ টাকা ৯০ পয়সা ৬.১৭ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ১০১ টাকা ৪০ পয়সা।

দর কমার শীর্ষে ছিল হিমাদ্রী। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ হাজার ৭৩০ টাকা ৮০ পয়সা বা ৬৮.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৮ টাকা ৩০ পয়সা।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মামুন এগ্রোর। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৮ লাখ ২৫ হাজার ২৫৯টি শেয়ার ১৮৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ কোটি ১৩ লাখ ১৩ হাজার টাকা।

শেয়ারনিউজ, ২৪ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে