ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

ঘুরে দাঁড়িয়েছে এসএমই মার্কেট

২০২৩ ডিসেম্বর ২০ ১৮:০৭:৩৭
ঘুরে দাঁড়িয়েছে এসএমই মার্কেট

নিজস্ব প্রতিবেদক : ৩ কার্যদিবস পর ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেট। আজ ২০ ডিসেম্বর সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ২০ ডিসেম্বর এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ২.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭৮.০০ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০টি এবং কমেছে ৭টির।

এদিন এসএমইতে ৪৮ লাখ ৫০ হাজার ৬৩৬টি শেয়ার ২ হাজার ৮৭৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৩ কোটি ২৩ লাখ ৮১ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৯ কোটি ৩৬ লাখ ৪ হাজার টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৫ কোটি ৩০ লাখ ৫২ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৩২৯ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন বেড়েছে ২৬ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ১০.০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা কোম্পানি বেঙ্গল বিস্কিটের ৬ টাকা ৫০ পয়সা ৬.৯৬ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮০ পয়সা।

দর কমার শীর্ষে ছিল হিমাদ্রী। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬০১ টাকা ২০ পয়সা বা ৫.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৯৯ টাকা ১০ পয়সা।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কৃষিবিদ ফিডের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ১১ লাখ ৫ হাজার ৯৫২টি শেয়ার ৫০৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ কোটি ৮৬ লাখ ২৭ হাজার টাকা।

শেয়ারনিউজ, ২০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে