ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

২০২৩ ডিসেম্বর ২০ ১৫:৩২:৩৭
ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৯ কোটি ৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- সানলাইফ ইন্সুরেন্স, বিকন ফার্মা এবং বীচ হ্যাচারি। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ১০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৭.৯৮ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সানলাইফ ইন্সুরেন্সের ১০ কোটি ১২ লাখ, বিকন ফার্মার ৬ কোটি ৪১ লাখ ৬ হাজার এবং বীচ হ্যাচারির ২ কোটি ৫৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকমের ১ কোটি ৩৩ লাখ ৯২ হাজার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ১৭ লাখ ৫৩ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৪ লাখ ৯৮ হাজার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৪ লাখ ৬৯ হাজার, শাহজিবাজার পাওয়ারের ১ কোটি ১ লাখ ৬০ হাজার, রবি আজিআটার ১ কোটি ১ লাখ ৭ হাজার এবং ই- জেনারেশনের ৯৬ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে