ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

প্রকৌশল খাতে মুনাফা বেড়েছে ১৩ কোম্পানির

২০২৩ ডিসেম্বর ১৯ ১৯:০৮:৩৭
প্রকৌশল খাতে মুনাফা বেড়েছে ১৩ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে এই পর্যন্ত ৩৪টি কোম্পানি (জুলাই-সেপ্টেম্বর’২৩) প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এরমধ্যে মুনাফ বেড়েছে ১৩টি কোম্পানির, মুনাফা কমেছে ৭টির এবং লোকসানে রয়েছে ১৪টি কোম্পানির। আর আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি ৮টি কোম্পানি। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিগুলোর অনিরিক্ষীত প্রান্তিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মুনাফা বাড়ার কোম্পানিগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং, বিএসআরএম স্টিলস লিমিটেড, বিএসআরএম স্টিল রি-রোলিং লিমিটেড, দেশবন্ধু পলিমার, ডমিনেজ স্টিল, ইফাদ অটোস, মুন্নু এগ্রো, নাহী অ্যালুমিনিয়াম, ন্যাশনাল পলিমার, কাশেম ইন্ডাস্ট্রিজ, রংপুর ফাউন্ড্রি, সিঙ্গার বাংলাদেশ এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আনোয়ার গ্যালভানাইজিং

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৫৪ পয়সা।

বিএসআরএম স্টিলস

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ২ টাকা ১৪ পয়সা।

দেশবন্ধু পলিমার

অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস) হয়েছে ৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১ পয়সা।

ডমিনেজ স্টিল

অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ০৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৩ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১ পয়সা।

ইফাদ অটোস

অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭৮ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৭৯ পয়সা।

মুন্নু এগ্রো মেশিনারিজ

অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬৭ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ২৮ পয়সা।

নাহী অ্যালুমিনিয়াম

প্রথম প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৮ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ২৮ পয়সা।

ন্যাশনাল পলিমার

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৫৭ পয়সা।

কাশেম ইন্ডাস্ট্রিজ

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৫ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৯ পয়সা।

রংপুর ফাউন্ড্রি

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৫ পয়সা। অআগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১ পয়সা।

সিঙ্গার বাংলাদেশ

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৮৫ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১ টাকা ৭৩ পয়সা।

ওয়ালটন হাই-টেক

প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৬৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৮ টাকা ১৯ পয়সা।

শেয়ারনিউজ, ১৯ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে