ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

এসএমই মার্কেটে দরপতনে লেনদেন কমেছে

২০২৩ ডিসেম্বর ১৯ ১৮:৫৬:৫১
এসএমই মার্কেটে দরপতনে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক : আগের দুই কার্যদিবসের মত আজ ১৯ ডিসেম্বর সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন এসএমইতে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ১৯ ডিসেম্বর এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৩.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৭৫.৬৫ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭টি, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২টির।

এদিন এসএমইতে ২৬ লাখ ৬৮ হাজার ৯৬১টি শেয়ার ১ হাজার ৭৮২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭ কোটি ৯৩ লাখ ২৮ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৯ কোটি ৩৬ লাখ ৪ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১ কোটি ৪২ লাখ ৭৫ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৩০৩ কোটি ৭ লাখ ৭ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন কমেছে ৩৬ লাখ ৯০ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি পেইন্টস। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ২.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৭০ পয়সা। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা কোম্পানি এমকে ফুটওয়্যারের ৮০ পয়সা ১.৬২ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৪৩ টাকা ৮০ পয়সা।

দর কমার শীর্ষে ছিল বেঙ্গল বিস্কিট। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ২.৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৩ টাকা ৫০ পয়সা।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কৃষিবিদ ফিডের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৫ লাখ ২৮ হাজার ২৬৫টি শেয়ার ২৭৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা।

শেয়ারনিউজ, ১৯ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে