ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের নেপথ্যে ৭ কোম্পানির শেয়ার

২০২৩ ডিসেম্বর ১৯ ১৮:১৩:০১
উত্থানের নেপথ্যে ৭ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : টানা দুই কর্মদিবস ১৫ পয়েন্ট পতনের পর আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। আজ এমন উত্থানের নেপথ্যে ছিল ৭ কোম্পানির শেয়ার। লঙ্কাবালংলা সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-খান ব্রাদার্স, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, অরিয়ন ইনফিউশন, এমারেন্ড ওয়েল, সেন্ট্রাল ফার্মা ও কোহিনুর কেমিক্যাল কোম্পানি।

কোম্পানিগুলোর মধ্যে আজ ডিএসইর সূচক উত্থানের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে খান ব্রাদার্স। আজ কোম্পানিটির শেয়ার ১০০ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ১০৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার এমন বৃদ্ধির কারণে আজ ডিএসইর সূচকে যোগ হয়েছে ২.০৯ পয়েন্ট।

একইভাবে আজ অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের শেয়ার ১৪৯ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ১৫৪ টাকায়, অরিয়ন ইনফিউশনের ৩৭৩ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৪০৫ টাকা ৭০ পয়সায়, এমারেন্ড ওয়েলের ৮২ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ৮৮ টাকা ৬০ পয়সায়, সেন্ট্রাল ফার্মার ২২ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ২৪ টাকা ২০ পয়সায়, কোহিনুর কেমিক্যালের ৩৯৮ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৪১০ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর শেয়ারদর বৃদ্ধির ফলে ডিএসইর সূচক বৃদ্ধিতে আজ অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ ২.০৩ পয়েন্ট, অরিয়ন ইনফিউশন ১.৭৭ পয়েন্ট, এমারেন্ড ওয়েল ০.৯৫ পয়েন্ট, সেন্ট্রাল ফার্মা ০.৮৮ পয়েন্ট এবং কোহিনুর কেমিক্যাল ০.৫৭ পয়েন্ট, এসকে ট্রিমস ০.৮০ পয়েন্ট অবদান রেখেছে।

শেয়ারনিউজ, ১৯ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে