ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

সকালে পতনের ভয় ধরিয়ে বিকালে বড় উত্থান

২০২৩ ডিসেম্বর ১৯ ১৫:২৪:২০
সকালে পতনের ভয় ধরিয়ে বিকালে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম দুই কর্মদিবস শেয়ারবাজারে বড় অস্থিরতা বিরাজ করেছে। ওই দুই দিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৫ পয়েন্টের বেশি। আজও আগের দুই দিনের ধারাবাহিকতায় সূচকের পতন ধরিয়ে লেনদেন শুরু হয়।

তবে লেনদেনের প্রায় ২০ মিনিটের মাথায় নেতিবাচক প্রবণতা কাটিয়ে বাজার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেরার চেষ্টা করে। এই সময়ে সূচক ৬ পয়েন্টের বেশি উঠে লেনদেন হয়। কিন্তু ইতিবাচক প্রবণতা বেশিক্ষণ টিকতে পারেনি। বেলা সাড়ে ১১টায় সেল প্রেসারে বাজার ফের পতনে নেমে আসে। এই সময়ে ডিএসইর সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট কমে যায়।

দুপুর ১২টার দিকে বাজার ভালো শক্তিমত্তা নিয়ে আবার সামনে যেতে থাকে। এরপর বাজার আর পেছনে আসেনি। ধারাবাহিকভাবেই সামনে এগিয়েরেছ। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। আজ নতুন করে ফ্লোর প্রাইসের কোম্পানিও লেনদেনে ফিরেছে। যার ফলে বাজারে লেনদেনের গতিও ফিরতে দেখা গেছে।

আজ ডিএসইতে ৫২১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন থেকে যা ৪৬৪ কোটি ৯২ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৪৬৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সিএসইতে ১৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৪৪টির। দর অপরিবর্তিত রয়েছে ৯৯টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ১৯ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে