ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

রেকর্ড ডেট জানিয়েছে সিনোবাংলা

২০২৩ ডিসেম্বর ১৯ ১২:১৮:৩৫
রেকর্ড ডেট জানিয়েছে সিনোবাংলা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড রাইট শেয়ার বরাদ্দের জন্য রেকর্ড ডেট জানিয়েছে। কোম্পানিটি আগামী ৯ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করে বাজার থেকে প্রায় ২০ কোটি ১৯ লাখ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।

কোম্পানিটি ২০ টাকা অভিহিত মূল্যের (শেয়ার প্রতি ১০ টাকা প্রিমিয়ামসহ) ১ কোটি ৯ লাখ ৯৮ হাজার ২৮৩টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে ২০ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

জানা গেছে, কোম্পানিটি তাদের মূলধনী যন্ত্রপাতি ক্রয় এবং ব্যাংক ঋণ পরিশোধের জন্য রাইটের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহার করবে।

শেয়ারনিউজ, ১৯ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে