ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থান প্রবণতা চেপে ধরেছে বড় মূলধনী কোম্পানির শেয়ার

২০২৩ ডিসেম্বর ১৮ ১৫:১০:১২
উত্থান প্রবণতা চেপে ধরেছে বড় মূলধনী কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে আগের দিন বড় পতন হয়েছিল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওইদিন সূচক কমেছিল প্রায় ১১ পয়েন্ট। কিন্তু আজ সোমবার (১৮ ডিসেম্বর) সর্বজনীন পেনশনের অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ হবে-এমন ইতিবাচক খবরে উভয় বাজারে উত্থান প্রবণতায় লেনদেন শুরু হয়।

লেনদেনের প্রথম ভাগে উভয় বাজারের সূচকও বেশ বেড়ে যায়। এই সময়ে যে পরিমাণ কোম্পানির শেয়ারদর কমে, তার চেয়ে দ্বিগুণের বেশি কোম্পানির শেয়ারদর বাড়তে দেখা যায়। এই সময়ে ডিএসইর প্রধান সূচক বেড়ে যায় ১০ পয়েন্টের মতো। লেনদেনের গতিও ঠিকঠাক মতো চলতে দেখা যায়।

কিন্তু বেলা ১২টার দিকে বাজার ধীরে ধীরে পেছনে হাঁটতে থাকে। এই সময়ে পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, অলিম্পিক ইন্ডাষ্ট্রজ, লাফার্জহোলসিমের মতো বড় মূলধনী কিছু কোম্পানির শেয়ার পতন প্রবণতায় লেনদেন হয়। যার ফলে সূচকও পেছনে চলতে থাকে এবং উত্থান প্রবণতা উল্টোপতে ধাবিত হয়। যা লেনদেনের শেষ বেলায় আরও ঘনীভূত হয়। ফলে আজও বাজার পতনের বৃত্তেই আটকে থাকে।

আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৪৬৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন থেকে ১৫৯ কোটি ৭৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে ৬২৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৯টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সিএসইতে ১৭৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৬৮টির। দর অপরিবর্তিত রয়েছে ৭৮টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ১৮ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে