ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনের বাজারেও বিনিয়োগকারীদের ঝোঁক বস্ত্র খাতে

২০২৩ ডিসেম্বর ১৭ ২০:৩৪:৪০
পতনের বাজারেও বিনিয়োগকারীদের ঝোঁক বস্ত্র খাতে

নিজস্ব প্রতিবেদক : আজ ১৭ ডিসেম্বর (রোববার) সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ারবাজারে বগ পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে প্রায় ১১ পয়েন্ট। এই পতনের মধ্যেও বস্ত্র খাতের শেয়ারে বিনিয়োগকারীদের অতি ঝোঁক দেখা গেছে।

শেয়ারবাজারে দীর্ঘদিন ধরেই ফ্লোর প্রাইসে আটকে আছে বস্ত্র খাতের অধিকাংশ কোম্পানি। তবে সেই ফ্লোর প্রাইস থেকে কিছু কিছু কোম্পানি বেরিয়ে আসতে সক্ষম হচ্ছে। আজ অন্যদিনের তুলনায় বস্ত্র খাতের কোম্পানিতে ৫৮টি কোম্পাানির মধ্যে দর বেড়েছে ১২টি এবং কমেছে ১০টির। যেখানে অন্যান্য দিন বস্ত্র খাতে সিংহভাগ কোম্পানির শেয়ারই ফ্লোর প্রাইসে এবং অপরিবর্তিত অবস্থায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ শেয়ারবাজারে বস্ত্র খাতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন বস্ত্র খাতের ৯ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার ৬৬০টি শেয়ার ৩২ হাজার ৯২১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৩২ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা।

আজ বস্ত্র খাতের কোম্পানিগুলোর মধ্যে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যাসিফিক ডেনিমসের। এদিন কোম্পানিটির ২ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৩১৬টি শেয়ার ৬ হাজার ৭৫৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৮ কোটি ৫৮ লাখ ৭ হাজার টাকা। আজ ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৮.৬৪ শতাংশ। এর ফলে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে উঠে আসার পাশাপাশি গেইনার তালিকারও ৭ নম্বরে অবস্থান করছে।

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় বস্ত্র খাতের ৩ কোম্পানি উঠে এসেছে। কোম্পানি ৩টি হলো- ইভিন্স টেক্সটাইল, জাহিন স্পিনিং এবং জাহিন টেক্সটাইল। কোম্পানি ৩টির শেয়ার আজ বেশিরভাগ সময়ই ক্রেতা সংকটে ছিল। এর মধ্যে ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে দর বৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করছে ইভিন্স টেক্সটাই। ১ টাকা ৯.৩৫ শতাংশ দর বেড়ে দর বৃদ্ধির তালিকার ৩ নম্বরে উঠে এসেছে জাহিন স্পিনিং। আর জাহিন টেক্সটাইলের দর ৮০ পয়সা বা ৮.৮৯ শতাংশ দর বেড়ে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকার ৫ নম্বরে অবস্থান করছে।

বস্ত্র খাতের দর বৃদ্ধি পাওয়া অপর কোম্পানিগুলো হলো- আরগন ডেনিমস, ঢাকা ডাইং, ডেল্টা স্পিনার্স, ফারইস্ট নিটিং, জেনারেশন নেক্সট, হামিদ ফেব্রিক্স, রহিম টেক্সটাইল এবং সাফকো স্পিনিং।

আজ ডিএসইতে পিডিএলের ২ কোটি ১৯ লাখ ৯১ হাজারের বেশি শেয়ার, জাহিন স্পিনিংয়ের ১ কোটি ০২ লাখ ১৪ হাজারের বেশি শেয়ার, জাহিন টেক্সটাইলের ৬৫ লাখ ৮০ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, জেনারেশন নেক্সটের ১ কোটি ৩৯ লাখ ২৪ হাজারের বেশি শেয়ার, ইটিএলের ১ কোটি ২৭ লাখ ৯৪ হাজারের বেশি শেয়ার, ডেল্টা স্পিনিংয়ের ৯৭ লাখ ৩২ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে।

মোট কথা, আজ বস্ত্র খাতের ১০-১২টি শেয়ার বাজারের গতি ধরে রেখেছিল। কোম্পানিগুলোর দর যেমন ছিল ঊধর্বমুখী, তেমনি লেনদেনও ছিল অনেক গতিময়।

শেয়ারনিউজ, ১৭ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে