ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

মুনাফা তোলার তিন গুণ চাপে শেয়ারবাজারে বড় পতন

২০২৩ ডিসেম্বর ১৭ ১৫:০৫:৩৩
মুনাফা তোলার তিন গুণ চাপে শেয়ারবাজারে বড় পতন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (১৭ ডিসেম্বর) শেয়ারবাজারে বড় পতন হয়েছে। টেকনিক্যাল পর্যালোচনায় আজ বাজারের সব সূচক ইতিবাচক থাকলেও শেষ বেলায় বড় পতন হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, আজ বাজারে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তোলার প্রবণতা তিনগুণের বেশি দেখা গেছে। যে কারণে সব কিছু ইতিবাচক থাকার পরও আজ বাজার বড় পতনে নেমেছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৩ নভেম্বর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ২৩১ পয়েন্ট। যা ২৮ নভেম্বর টানা ২৯ পয়েন্ট নেমে কমে আসে ৬ হাজার ২০২ পয়েন্টে। এরপর উত্থানের ধারাবাহিকতায় ৬২ পয়েন্ট বেড়ে গত ১২ ডিসেম্বর দাঁড়ায় ৬ হাজার ২৬৪ পয়েন্টে। যেখানে গত তিন কর্মদিবস ২ পয়েন্ট কমে প্রায় একই জায়গায় ঘুরাফেরা করেছে। আজ ১০ পয়েন্ট কমে সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৬ পয়েন্টে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নভেম্বর মাসের শেষ সপ্তাহে যারা শেয়ার কিনেছেন, তারা প্রায় সবাই মুনাফায় রয়েছেন। এছাড়া, ডিসেম্বর মাসেও যারা নতুন করে শেয়ার কিনেছেন, তাদের মধ্যেও অনেকে মুনাফায় রয়েছেন। তারা আজ মুনাফা তুলেছেন। যে কারণে মুনাফা তোলার চাপ বেশি থাকায় বাজার ঠিক থাকতে পারেনি। বাজারে বড় পতন হয়েছে।

আজ বাজারে যে পরিমাণ কোম্পানির শেয়ারদর বেড়েছে, তার চেয়ে তিনগুণের বেশি পরিমাণ কোম্পানির শেয়ারদর কমেছে। বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তোলার প্রবণতা বেশি ছিল বলেই এমনটা হয়েছে। আজ বাজারে লেনদেনও বেড়েছে। এর কারণ হিসাবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ যারা সকাল বেলায় বেশি দামে শেয়ার বিক্রি করেছেন, তারা শেষ বেলা কম দরে সেসব শেয়ার আবার কিনে নিয়েছেন। যে কারণে বড় পতনেও লেনদেন বড় পরিমাণে বেড়েছে।

আজ ডিএসইতে ৬২৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৪৩ কোটি ৫৩ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০১ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সিএসইতে ১৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৫৯টির। দর অপরিবর্তিত রয়েছে ৯২টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ১৬ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে