ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

দর বৃদ্ধি ও লেনদেনে ইতিবাচক ভূমিকায় ২ কোম্পানি

২০২৩ ডিসেম্বর ১৬ ১৩:৫৪:৩৭
দর বৃদ্ধি ও লেনদেনে ইতিবাচক ভূমিকায় ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধি ও টাকার অংকে লেনদেনে ইতিবাচক ভূমিকা রেখেছে ২ কোম্পানি। কোম্পানি ২টি হলো- অলিম্পিক এক্সেসরিজ এবং প্যাসিফিক ডেনিমস লিমিটেড। এই দুই কোম্পানি ডিএসই সাপ্তাহিক দর বৃদ্ধি এবং লেনদেন তালিকায় অবস্থান করছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানি ২টির মধ্যে অলিম্পিক এক্সেসরিজ সাপ্তাহিত দর বৃদ্ধির শীর্ষে এবং লেনদেন তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৪৭.২৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির টাকার অংকে লেনদেন হয়েছে ১০৮ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকার। যা গত সপ্তাহের তুলনায় ৪৭.২৯ শতাংশ বেশি। কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা সত্বেও সর্বোচ্চ লেনদেন বেড়েছে। কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২১ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকা।

অপরদিকে, প্যাসিফি ডেনিমস লিমিটেড সাপ্তাহিত দর বৃদ্ধির চতুর্থ এবং লেনদেন তালিকারও একই স্থানে অবস্থানে রয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ২৪.৬২ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির টাকার অংকে লেনদেন হয়েছে ৮৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার টাকার। যা গত সপ্তাহের তুলনায় ২৪.৬২ শতাংশ বেশি। কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার চতুর্থ স্থানে থাকা সত্বেও দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে। কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকা।

শেয়ারনিউজ, ১৬ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে