ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের বাজারেও ফের ফ্লোরে ৬ কোম্পানির শেয়ার

২০২৩ ডিসেম্বর ১৪ ১৬:৩৮:১৭
উত্থানের বাজারেও ফের ফ্লোরে ৬ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : দুই দিন সামান্য সংশোধনের পর আজ সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শেয়ারবাজার উত্থান প্রবণতায় ফিরেছে। আগের দুই দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে আড়াই পয়েন্ট। আজ সূচক বেড়েছে প্রায় ৪ পয়েন্ট। ডিএসই ও স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, আজ উত্থানের মধ্যেও ডিএসই-তে ৬ কোম্পানির শেয়ার ফের ফ্লোর প্রাইসে ফিরেছে। কোম্পানিগুলো হলো-অ্যারামিট লিমিটেড, অ্যাপেক্স ফুটওয়ার, পাইওনিয়ার ইন্সুরেন্স, প্রাইম লাইফ, প্রাইম টেক্সটাইল ও তাকাফুল ইন্সুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে পাইওনিয়ার ইন্সুরেন্সের দর কমেছে ৭০ পয়সা, অ্যারামিট লিমিটেডের ৬০ পয়সা, তাকাফুল ইন্সুরেন্সের ৫০ পয়সা, অ্যাপেক্স ফুটওয়ারের ৪০ পয়সা,প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৩০ পয়সা, প্রাইম টেক্সটাইলের ১০ পয়সা।

এই দাম কমার মাধ্যমে কোম্পানিগুলোর শেয়ার আজ ফের ফ্লোর প্রাইসে এসে স্থান নিয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে প্রাইম টেক্সটাইলের ৩ লাখ ৩৫ হাজার ৩০৯টি, পাইওনিয়ার ইন্সুরেন্সের ৯৬ হাজার ৮৬৪টি, প্রাইম লাইফের ৬৪ হাজার ১৯২টি, অ্যাপেক্স ফুটওয়ারের ৪৭ হাজার ৮৪৪টি, তাকাফুল ইন্সুরেন্সের ৩১ হাজার ৬৮৮টি এবং অ্যারামিট লিমিটেডের ১১ হাজার ৯৩৮টি শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ১৪ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে