ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

সংসদ নির্বাচনে ভোটের মাঠে ১৩ দিন থাকবে সেনাবাহিনী

২০২৩ ডিসেম্বর ১২ ০৬:৫৪:১১
সংসদ নির্বাচনে ভোটের মাঠে ১৩ দিন থাকবে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী।

সোমবার (১১ ডিসেম্বর) কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

এদিন সন্ধ্যায় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি না এই বিষয়ে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)।

বৈঠকে ইসির পক্ষে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৈঠকের বিষয়টি মাত্র কয়েক ঘণ্টা আগে নাম প্রকাশে অনিচ্ছুক ইসির কয়েকটি সূত্র থেকে জানতে পারে গণমাধ্যম।

বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম ও লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান গণমাধ্যমে বক্তব্য রাখেন। তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হোক সেটা নির্বাচন কমিশন চায়। ভোটের মাঠে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি মোট ১৩ দিন সেনাবাহিনী থাকার বিষয়ে প্রারম্ভিক আলোচনা হয়েছে।

তিনি বলেন, তবে এটাই চূড়ান্ত নয়। এই বিষয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন অনুরোধ করবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। তিনি যদি নির্দেশ দেন তাহলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। নির্বাচন কমিশনের সঙ্গে এটি ছিল আমাদের একটি প্রাথমিক আলোচনা।

ওয়াকার-উজ-জামান বলেন, আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন এ বিষয়ে অত্যন্ত সিরিয়াস। কীভাবে সশস্ত্র বাহিনী মোতায়েন হবে, কোথায় কোথায় তারা কীভাবে কাজ করবে সে বিষয়ে আলোচনা হয়েছে। আমি নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি, তারা যেভাবে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইবেন, সেভাবে সর্বাত্মক সহযোগিতা করবো।

লে. জেনারেল ওয়াকার-উজ-জামান আরো বলেন, অতীতের নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে। এবারও রাষ্ট্রপতি অনুমতি দিলে ইনশাআল্লাহ সেনা মোতায়েন হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারও ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী মোতায়েন হবে।

স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা নামছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এত বিস্তারিত আলোচনা হয়নি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত নির্বাচনে সশস্ত্র বাহিনীর ৩৫ হাজারের বেশি সদস্য মোতায়েন ছিল। এবারের নির্বাচনে যদি বেশি প্রয়োজন হয়, তাহলে বেশি সংখ্যক সদস্য মোতায়েন করবো।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে সেনা সদস্য মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে কিনা- অতীতে যেভাবে মোতায়েন হয়েছে, সেভাবেই বিদ্যমান আইন অনুযায়ী হবে।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী সদস্যরা কীভাবে সহায়তা করতে পারবে সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচনে সশস্ত্র বাহিনী বিভাগকে সার্বিক সহায়তা করার জন্য একটি পরিকল্পনা প্রণয়নের জন্য নির্বাচন কমিশন অনুরোধ জানিয়েছে।

সেনা সদস্যরা কীভাবে মোতায়েন হবে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এ বিষয়ে আজকের সভায় আলোচনা হয়নি। আমরা প্রারম্ভিক আলোচনা করেছি। রাষ্ট্রপতি সেনা মোতায়েনে সম্মতি দিলে আমরা কর্মপরিকল্পনা তৈরি করব। সেনা মোতায়েনে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে।

শেয়ারনিউজ, ১২ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে