ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

এক ডিসি ও ১০ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

২০২৩ ডিসেম্বর ১০ ১৮:৫৭:০০
এক ডিসি ও ১০ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক জেলা প্রশাসকসহ (ডিসি) ১০ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছে ইসি।

রোববার (১০ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপসচিব মিজানুর রহমানের সই করা আলাদা তিন চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে বদলির সিদ্ধান্তের কথা জানানো হয়। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে পাঠানো আলাদা দুই চিঠির একটিতে সিলেট ও বরিশালের পুলিশ কমিশনারসহ হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপার এবং আরেকটিতে মানিকগঞ্জ সদর, সিংগাইর ও গাজীপুরের শ্রীপুর থানার তিন ওসিকে বদলির সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সেইসঙ্গে তাদের স্থানে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের অনুরোধও জানানো হয়েছে।

শেয়ারনিউজ, ১০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে