ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘পেঁয়াজ ব্যবসায়ীরা কোনো নৈতিকতাই রাখলেন না’

২০২৩ ডিসেম্বর ১০ ১৭:০১:১৭
‘পেঁয়াজ ব্যবসায়ীরা কোনো নৈতিকতাই রাখলেন না’

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, পেঁয়াজ ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় কোনো নৈতিকতাই রাখলেন না। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তপন কান্তি ঘোষ বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করল আর দেশে এক দিনের ব্যবধানে পণ্যটির দাম হঠাৎ করে বেড়ে গেল। যিনি এক দিন আগে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করলেন, পরদিন তিনি কিভাবে সেটার দাম ২০০ টাকা রাখেন? এটা তো দায়িত্বশীল আচরণ নয়। দাম বাড়তে তো সময় লাগার কথা। নিত্যপণ্যের সংকট তৈরি হলেই অনেক ব্যবসায়ী এর সুযোগ নিয়ে থাকেন।

এর আগে, বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী মার্চ মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই খবর পাওয়ার পর পরই দেশের বাজারে পেঁয়াজের দাম রাতারাতি দ্বিগুণের বেশি বেড়েছে। দেশের বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা দরে।

শেয়ারনিউজ, ১০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে