ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৫৬২ জনের আবেদন

২০২৩ ডিসেম্বর ০৯ ১৭:৫৫:০০
প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৫৬২ জনের আবেদন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলের জন্য পঞ্চম ও শেষ দিনে ১৩১টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাঁচ দিনে এই সংক্রান্ত ৫৬২টি আবেদন জমা পড়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) শেষদিন সকাল থেকেই প্রার্থিতা বাতিল হওয়াদের ভিড় ছিল ইসির আপিল বুথগুলোতে। প্রার্থিতা ফিরে পেতে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে জমা দেন তারা।

এবারের জাতীয় নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের মনোনয়নপত্র। আপিল শুনানি শুরু হবে রোববার (১০ ডিসেম্বর), চলবে শুক্রবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত। আপিলকারীদের আশা, কমিশনে ন্যায়বিচার পাবেন তারা।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

শেয়ারনিউজ, ০৯ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে