ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

‘জেড’ গ্রুপে স্থানান্তরের শঙ্কার মধ্যেও লাগামহীন তিন শেয়ার

২০২৩ ডিসেম্বর ০৬ ২১:০৬:৫১
‘জেড’ গ্রুপে স্থানান্তরের শঙ্কার মধ্যেও লাগামহীন তিন শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (০৬ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ‘জেড’ গ্রুপে যাওয়ার শঙ্কায় থাকা তিন কোম্পানির শেয়ার। যেগুলো হলো-স্ট্যান্ডার্ড সিরামিক, সেন্ট্রাল ফার্মা ও অলিম্পিক অ্যাক্সেসরিজ।

‘জেড’ ক্যাটাগরি শেয়ারের বিষয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সর্বশেষ যে নির্দেশনা দিয়েছে, তাতে বলা হয়েছে, পরপর দুই বছর ডিভিডেন্ড না দিলে বা বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হলে তালিকাভুক্ত কোম্পানি ‘জেড’ গ্রুপে স্থানান্তরিত হবে। এছাড়া, ছয় মাস বা তার বেশি সময় কোম্পানির উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে, পরপর দুই বছর নিট পরিচালন লোকসান অথবা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ ঋণাত্মক থাকলে অথবা কোম্পানির পুঞ্জীভূত লোকসান তার পরিশোধিত মূলধনের বেশি হলে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে। নির্দেশনাটি আগামী ২৮ ফেব্রুয়ারির পর কার্যকর হবে।

বিএসইসির নতুন নির্দেশনায় স্ট্যান্ডার্ড সিরামিক, সেন্ট্রাল ফার্মা ও অলিম্পিক অ্যাক্সেসরিজের শেয়ার তিনটি আগামী ২৮ ফেব্রুয়ারির পর ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ কোম্পানি তিনটি পর পর দুই বছর ডিভিডেন্ড দেয়নি। কোম্পানি তিনটির ক্যাশ ফ্লোও নেগেটিভ। তারপরও কোম্পানিগুলোর শেয়ার নিয়ে কারসাজি চক্র লাগামহীন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিএসইসির নতুন নির্দেশনায় যেসব কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের শঙ্কা রয়েছে, সেসব কোম্পানির শেয়ারে চড়া দামে কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায় যে দামে শেয়ারগুলো কেনা হবে, সেখানেই আটকে থাকতে হবে।

শেয়ারনিউজ, ০৬ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে