ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের নেপথ্য ভূমিকায় ৭ কোম্পানির শেয়ার

২০২৩ ডিসেম্বর ০৪ ১৮:৩৩:৩৮
উত্থানের নেপথ্য ভূমিকায় ৭ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : চতুর্থ দিনের মতো আজ সোমবারও (০৪ ডিসেম্বর) শেয়ারবাজার উত্থান প্রবণতায় লেনদেন শেষ করেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে আজ ১২.৪৬ পয়েন্ট। সূচকের এমন উত্থানে নেপথ্য ভূমিকা পালন করেছে সাত কোম্পানির শেয়ার। যেগুলো হলো-জেনেক্স ইনফোসিস, লাফার্জহোলসিম, জেএমআই হসপিটাল, সেন্ট্রাল ফার্মা, দেশবন্ধু পলিমার, রূপালী লাইফ, মেঘনা লাইফ ও প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে আজ ডিএসইর সূচক ইতিবাচক রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জেনেক্স ইনফোসিস। আজ কোম্পানিটির শেয়ার ৬৫ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ৭১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার এমন বৃদ্ধির কারণে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ১.৯৮ পয়েন্ট।

সূচক ইতিবাচক রাখার দ্বিতীয় কোম্পানি ছিল লাফার্জহোলসিম। আজ কোম্পানিটির শেয়ার ৬৮ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ৬৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। যার ফলে ডিএসইর সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ১.২৩ পয়েন্ট।

আজ ডিএসইর সূচক উত্থানের ধারাবাহিকতা বজার রাখার তৃতীয় কোম্পানি ছিল জেএমআই হসপিটাল। আজ কোম্পানিটির শেয়ার ৭০ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ৭২ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। যার ফলে ডিএসইর সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ০.৯৪ পয়েন্ট।

একইভাবে আজ সেন্ট্রাল ফার্মার শেয়ার ১৭ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ১৯ টাকা ৫০ পয়সায়, দেশবন্ধু পলিমারের শেয়ার ৩৩ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ৩৭ টাকা ২০ পয়সায়, রূপালী লাইফের শেয়ার ১০০ টাকা ৮০ পয়সা থেকে ১০৭ টাকা ২০ পয়সায়, মেঘনা লাইফের শেয়ার ৭২ টাকা ৬০ পয়সা থেকে ৭৬ টাকা ৯০ পয়সায় এবং প্রিমিয়ার সিমেন্টের শেয়ার ৫৩ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৫৫ টাকা ৯০ পয়সায় লেনদেন করেছে।

যার ফলে ডিএসইর সূচক আজ ইতিবাচক রাখায় সেন্ট্রাল ফার্মার অবদান ছিল ০.৬৪ পয়েন্ট, দেশবন্ধু পলিমারের ০.৫৭ পয়েন্ট, রূপালী লাইফের ০.৫৫ পয়েন্ট, মেঘনা লাইফের .৫৪ পয়েন্ট এবং প্রিমিয়ার সিমেন্টের ০.৫২ পয়েন্ট।

শেয়ারনিউজ, ০৪ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে