ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম

২০২৩ ডিসেম্বর ০৪ ০৭:৪৯:৪৬
চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-এডিএন টেলিকম, ইমাম বাটন, ফিনিক্স ফাইন্যান্স, ডরিন পাওয়ার ও রেনেটা লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের এজিএম আজ সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা।

ইমাম বাটনের এজিএম অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। কোম্পানিটির চার অর্থবছরের এজিএম (২০২০-২০২৩) একইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি চার বছরের জন্যই ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরশেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৬ পয়সা।

ফিনিক্স ফাইন্যান্সের এজিএম আগামী ৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ জুন, ২০২২ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা।

ডরিন পাওয়ারের এজিএম আগামী ৭ ডিসেম্বর সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা।

রেনেটার এজিএম আগামী ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য ৬২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২০ টাকা ৪০ পয়সা।

শেয়ারনিউজ, ০৪ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে