ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

সাবধানি ভূমিকায় বিনিয়োগকারীরা, লেনদেনে ফিরছে নিষ্ক্রিয় কোম্পানি

২০২৩ ডিসেম্বর ০৩ ১৫:০৬:৫০
সাবধানি ভূমিকায় বিনিয়োগকারীরা, লেনদেনে ফিরছে নিষ্ক্রিয় কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আগের কর্মদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার ইতিবাচক প্রবণতায় ছিল। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল ৪.৪৯ পয়েন্ট এবং লেনদেন হয়েছিল ৩৮৮ কোটি ৫৯ লাখ টাকা।

আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৮.৯১ শতাংশ। কিন্তু সূচকের এমন অগ্রসর অবস্থার মধ্যেও লেনদেন কমে গেছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি টাকা ০১ লাখ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বিনিয়োগকারীরা সবাই লোকসানের মুখে রয়েছেন। যার কারণে সূচকের এমন উত্থানেও তারা শেয়ার বিক্রি করতে পারছেন না। লোকসান কাটিয়ে শেয়ার বিক্রি করার মতো অবস্থায় তারা এখনো আসনি। এছাড়া, বিনিয়োগকারীরা এখন বেশ সতর্কতার সঙ্গে লেনদেন করছেন। যে কারণে বাজার উত্থান প্রবণতায় থাকলেও বেচাকেনা কমে গেছে।

আজ ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৮.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সিএসইতে ১৮৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৯ টির দর বেড়েছে, কমেছে ২৮ টির এবং ৯৯ টির দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারনিউজ, ০৩ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে