ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় পতনের নেপথ্যে ৮ কোম্পানির শেয়ার

২০২৩ নভেম্বর ২৭ ১৯:৪৬:২৩
বড় পতনের নেপথ্যে ৮ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৭ নভেম্বর) আগের দিনের মতো শেয়ারবাজারে পতন হয়েছে। তবে আজ পতনের ভাল্লা অনেক ভারি ছিল। শেষ বেলায় সেল প্রেসারে অনেক কোম্পানির শেয়ারের ক্রেতারা আরও পতনের শঙ্কায় নিজেদেরে গুটিয়ে নেয়। ফলে কোম্পানিগুলোর শেয়ার ক্রেতা সংকটের কিনারা নেমে যায়। লঙ্কাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ১৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে কমেছে ১৩৪টি কোম্পানির। আর লেনদেন হয়নি ১৩৯টির।

আগের দিন ডিএসইর প্রধান সূচক কমেছিল ৪ পয়েন্টের বেশি। আজ কমেছে ২০ পয়েন্টের বেশি। সূচকের এমন পতনে আজ মূলত দায়ী ছিল ১০ কোম্পানির শেয়ার। যেগুলোর মধ্যে ৮টি কোম্পানি মূখ্য ভূমিকায় অবতীর্ণ হয়।

কোম্পানিগুলো হলো-সী পার্ল রিসোর্ট, ফু-ওয়াং সিরামিক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিডি থাই অ্যালুমিনিয়াম, কোহিনুর কেমিক্যালস, জেনারেশন নেক্সট ও গোল্ডেন হার্ভেস্ট লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে ডিএসইর সূচক পতনে আজ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সী পার্ল রিসোর্ট। কোম্পানিটির শেয়ার আজ কমেছে ৮ টাকা ৭০ পয়সা বা ৪.৫৬ শতাংশ। যার ফলে ডিএসইর সূচক কমেছে ২.৬৫ পয়েন্ট। কোম্পানিটির শেয়ার আজ ক্লোজিং হয়েছে ১৮২ টাকা ১০ পয়সায়। আগের দিন ক্লোজিং দর ছিল ১৯০ টাকা ৮০ পয়সায়।

আজ সূচক পতনে দ্বিতীয় কোম্পানি হিসাবে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক। আজ কোম্পানিটির দর কমেছে ২ টাকা বা ৯.৮৫ শতাংশ। যার ফলে আজ ডিএসই সূচক পতনে কোম্পানিটির দায় ছিল ০.৯১ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছে ১৮ টাকা ৩০ পয়সায়। আগের দিন ক্লোজিং হয়েছিল ২০ টাকা ৩০ পয়সায়।

একইভাবে আজ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামরে ২ টাকা বা ৯.৯৫ শতাংশ, কোহিনুর কেমিক্যালসের ১১ টাকা ২০ পয়সা বা ২.৭৫ শতাংশ, জেনারেশন নেক্সটের ৪০ পয়সা বা ৫.৮৮ শতাংশ এবং গোল্ডেন হার্ভেস্টের ১ টাকা বা ৫.৩৫ শতাংশ।

কোম্পানিগুলোর শেয়ারদর কমার কারণে ডিএসইর সূচক কমেছে হয়েছে প্রায় ৮ পয়েন্ট।

শেয়ারনিউজ, ২৭ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে