ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

কারসাজিকারীদের বিক্রির চাপে শেয়ারবাজারে বড় পতন

২০২৩ নভেম্বর ২৭ ১৫:১৮:১৯
কারসাজিকারীদের বিক্রির চাপে শেয়ারবাজারে বড় পতন

নিজস্ব প্রতিবেদক : আগের দিন রোববার শেয়ারবাজারে হঠাৎ করে বড় পতন দেখা দেয়। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে যে পরিমাণ কোম্পানির শেয়ারদর বেড়েছিল, তার চেয়ে প্রায় দ্বিগুণ কোম্পানির শেয়ারদর কমেছে।

কিন্তু আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস পতন প্রবণতা আরও ঘনীভূত হয়েছে। আজ তালিকাভুক্ত ৪১২টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৭টি প্রতিষ্ঠানের দর বেড়েছে। বিপরীতে কমেছে ১৩৪টি প্রতিষ্ঠানের। এতে দেখা যায়, আজ প্রায় সড়ে ৮ গুণ কোম্পানির শেয়ারদর কমেছে। বাজারে এমন পতনে বিনিয়োগকারীদের মধ্যে হঠাৎ করে অজানা আতঙ্ক ভর করে। পতনের ধারাবাহিক চাপ দেখে অনেক বিনিয়োগকারী হতভম্ব হয়ে যায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কারসাজিকারীদের শেয়ার বিক্রির চাপে বাজারে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। তারা বলছেন, সম্প্রতি যেসব কোম্পানির শেয়ার নিয়ে কারসাজিকারী দেখা গেছে, আজ ও আগের দিন সেসব শেয়ারেরই পতেন বেশি হয়েছে। যা গোটা বাজারকে প্রভাবিত করেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ পতনের শীর্ষ তালিকাজুড়ে রয়েছে ‘বি’ ও ‘জেড’ ক্যাটাগরির দুর্বল শেয়ার। আবার লেনদেনের তালিকায়ও আধিপত্য বিস্তার করেছে ‘বি’ ক্যটাগরির এসব দুর্বল শেয়ার। এতে স্পষ্ঠ বুঝা যায়, কারসাজিকারীরাই উদ্দেশ্যমূলকভাবে বাজারে আতঙ্ক তৈরি করছে। তাদের শেয়ার বিক্রির চাপেই বাজারে বড় পতন অনিবার্য হয়ে দেখা দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি-কে তাঁরা বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেন।

সোমবারের বাজার পরিস্থিতি:

আজ উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। আর আজ যে পরিমাণ কোম্পানির শেয়ারদর বেড়েছে, তার চেয়ে সাড়ে ৮ গুণের বেশি কোম্পানির শেয়ারদর কমেছে।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২০৯.৪৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৯৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৭.৩৩ পয়েন্টে এবং দুই হাজার ১০১.৩৭ পয়েন্টে।

ডিএসইতে ২৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭টির বা ৫.৮৬ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৩৪টির বা ৪৬.২১ শতাংশের এবং ১৩৯টির বা ৪৭.৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৩৬৯ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৭৯ কোটি ১৪ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৪৯ কোটি ১০ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ৬৩.৪৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২২.৫৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৩৮.৬৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪,২৫ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৩৪ পয়েন্ট এবং সিএসআই ৩.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৫.৪৩ পয়েন্টে, ১৩ হাজার ২৬৮.৯৫ পয়েন্টে, একহাজার ৩০২.৪৭ পয়েন্টে এবং একহাজার ১৬৫.৬৮ পয়েন্টে।

আজ সিএসইতে ১৫০টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে ৫৬টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৫ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২৭ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে