ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনের নেপথ্যে চার কোম্পানির শেয়ার

২০২৩ নভেম্বর ২৬ ১৭:০১:১০
পতনের নেপথ্যে চার কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৬ নভেম্বর) ঊর্ধ্বমুখী প্রবণতায় শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছিল। কিন্তু শেষ বেলায় পতনে লেনদেন শেষ হয়েছে।

আজ ইতিবাচক বাজার পতনে টার্ন নেওয়ার নেপথ্যে ছিল ৪ কোম্পানির শেয়ার। যেগুলো হলো- কোহিনুর কেমিক্যাল, এমারেন্ড ওয়েল, ফু-ওয়াং সিরামিক ও ফু-ওয়াং ফুড লিমিটেড। লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে আজ কোহিনুর কেমিক্যালের শেয়ারদর কমেছে ৪৩ টাকা ৮০ পয়সা বা ৯.৬৪ শতাংশ। যার ফলে আজ ডিএসইর সূচক পতনে কোম্পানিটির দায় ছিল ২.৯২ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার আজ লেনদেন হয়েছে ৪০৭ টাকা ৩০ পয়সায়। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫১ টাকা ১০ পযসায়।

আজ সূচক পতনে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এমারেন্ড ওয়েল। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ টাকা ৫০ পয়সা বা ৯.৭৪ শতাংশ। যার ফলে আজ ডিএসই সূচক পতনে কোম্পানিটির দায় ছিল ১.৫৫ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার আজ লেনদেন হয়েছে ৮৮ টাকায়। আগের দিন লেনদেন হয়েছিল ৯৭ টাকা ৫০ পয়সায়।

ফু-ওয়াং সিরামিকের শেয়ারদর কমেছে আজ ১ টাকা ৯০ পয়সা বা ৮.৫৬ শতাংশ। যার ফলে আজ ডিএসইর সূচক কমেছে প্রায় ০.৮০ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার আজ লেনদেন হয়েছে ২০ টাকা ৩০ পয়সায়। আগের দিন লেনদেন হয়েছিল ২২ টাকা ২০ পয়সায়।

আজ ডিএসই সূচক পতনের চতুর্থ কোম্পানি ছিল ফু-ওয়াং ফুড। কোম্পানিটির শেয়ারদর কমেছে আজ ১ টাকা ৫০ পয়সা বা ৪.৯০ শতাংশ। যার ফলে আজ ডিএসইর সূচক কমেছে প্রায় ০.৭০ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার আজ লেনদেন হয়েছে ২৯ টাকা ১০ পয়সায়। আগের দিন লেনদেন হয়েছিল ৩০ টাকা ৬০ পয়সায়।

শেয়ারনিউজ, ২৬ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে