ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ফ্লোর থেকে উঠেই অব্যাহত চোটপাট

২০২৩ নভেম্বর ২৫ ১৫:৪৮:১৪
ফ্লোর থেকে উঠেই অব্যাহত চোটপাট

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৯-২৩ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২ কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে প্রায় ১৫৯ কোটি টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, একইসঙ্গে দর বৃদ্ধির শীর্ষেও উঠে এসেছে কোম্পানিটি। ফলে সপ্তাহজুড়ে শেয়ারবাজারে আধিপত্য ছিল 'বি' ক্যাটাগরির এই কোম্পানিটির। ডিভিডেন্ড ঘোষণাকের কেন্দ্র করে কোম্পানিটির শেয়ার দামে ও লেনদেনে এমন উল্লম্ফন হয়েছে।

আলোচ্য সপ্তাহে ফু-ওয়াং সিরামিকের ৭ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৯৮১ টি শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনকৃত এসব শেয়ারের বাজারমূল্য ছিল ১৫৮ কোটি ৯৬ লাখ টাকা। লেনদেনের পাশাপাশি দর বৃদ্ধিতেও গত সপ্তাহে দাপট ছিল ফু-ওয়াং সিরামিকের। পাঁচ কার্য দিবসে কোম্পানিটির শেয়ারের দাম ২৭.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ শেয়ারটি ২২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, দীর্ঘদিন যাবত কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে গড়াগড়ি খেয়েছে। গত এক বছরের মধ্যে জুন-জুলাই মাসে কিছু দিনের জন্য কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছিল। এরপর জুলাই মাসের মাঝামাঝি নাগাদ ফের কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে স্থান নেয়।

বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবসে ( ১৯ নভেম্বর) লেনদেন শুরুর আগেই কোম্পানিটির ডিভিডেন্ড ঘোষণার খবর আসে। সেদিনই কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস ১৭ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে লেনদেন হয় ২২ টাকার ওপরে। তারপর থেকে একই জায়গায় থেকে বড় লেনদেন করছে।প্রতিদিনই কোম্পানিটির শেয়ার লেনদেন তালিকায় শীর্ষে অবস্থান করছে।

৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটির কর্তৃপক্ষ। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির নীট সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৯১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১১ টাকা ৭৮ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

শেয়ারনিউজ, ২৫ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে