ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ফোর্বসের সেরা তালিকায় শেয়ারবাজারের দুই কোম্পানি

২০২৩ নভেম্বর ২৪ ০৭:১৩:৩৬
ফোর্বসের সেরা তালিকায় শেয়ারবাজারের দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : মার্কিন সাময়িকী ফোর্বসের এশিয়ার সেরা ২০০ কোম্পানির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এশিয়া অঞ্চলের কোম্পানিগুলোর মধ্যে যাদের বার্ষিক বিক্রি ১ বিলিয়ন ডলারের নিচে তাদের মধ্য থেকে সেরা ২০০ কোম্পানি নিয়ে প্রতি বছর তালিকা প্রকাশ করে ফোর্বস। ২০২৩ সালে বাংলাদেশ থেকে এ দুই কোম্পানি তালিকায় স্থান পেয়েছে।

ফোর্বসের তথ্যানুসারে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রি ৬৪ কোটি ৬০ লাখ ডলার। কোম্পানিটির নিট আয় ২১ কোটি ডলার এবং বাজারমূল্য ২০৪ কোটি ডলার।

অন্যদিকে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রির পরিমাণ ৩১ কোটি ৯০ লাখ ডলার। কোম্পানিটির নিট আয় ৪ কোটি ৭০ লাখ ডলার এবং বাজারমূল্য ৬০ কোটি ডলার।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিষয়ে ফোর্বস বলছে, কোম্পানিটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। অ্যান্টিবায়োটিক, প্রাণী স্বাস্থ্যপণ্য, হারবাল পণ্য ও কীটনাশক পণ্য উৎপাদন করে কোম্পানিটি। সম্প্রতি স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়ায় জেনেরিক ওষুধ উৎপাদন শুরু করেছে। কোম্পানিটির বর্তমানে কর্মী সংখ্যা ১১ হাজার ১৯৯। চার বছর ধরে ফোর্বসের এই তালিকায় স্থান পাচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মোট আয় হয়েছে ৭ হাজার ২৩৩ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ৬ হাজার ৬৪১ কোটি টাকা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ৬৪৬ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ১ হাজার ৬১৫ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২১ টাকা ৪১ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ২০ টাকা ৪৮ পয়সা।

সর্বশেষ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য রেকর্ড পরিমাণ ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকেও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মোট আয় হয়েছে ২ হাজার ১৬১ টাকা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৮৮১ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৬৪ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ৫০০ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৭৭ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ২০ পয়সা।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বিষয়ে ফোর্বস বলছে, কোম্পানিটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের জেনেরিক ওষুধ, ওষুধ উপাদান ও নিউট্রিশন পণ্য উৎপাদন করে কোম্পানিটি। বেক্সিমকোর ওষুধের তালিকায় অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস, শ্বাসযন্ত্র ও গ্যাসট্রোইনটেস্টিনালজনিত অসুস্থতার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রয়েছে। কোম্পানিটি তিন বছরে ধরে ফোর্বসের এই তালিকায় রয়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নিট আয় হয়েছে ৩ হাজার ৯২৭ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ৩ হাজার ৪৬৭ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৫২ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ৫০০ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি সম্বন্বিত আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৩৪ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ১১ টাকা ৪৮ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আয় হয়েছে ১ হাজার ১১৫ ৯৩ লাখ টাকা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৯৮৭ কোটি ৭২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৪১ কোটি ২৭ লাখ টাকা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২৪ পয়সা।

শেয়ারনিউজ, ২৪ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে