ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের নেপথ্যে ৮ কোম্পানির শেয়ার

২০২৩ নভেম্বর ২৩ ১৬:২০:৫২
উত্থানের নেপথ্যে ৮ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) শেয়ারবাজারে উত্থানের আভাস দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। তবে সূচক বাড়লেও কম দামে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে চায়নি বলে টাকার পরিমাণে লেনদেন কমেছে। আর আজ যে পরিমাণ কোম্পানির শেয়ারদর কমেছে, তার চেয়ে দেড় গুণ বেশি কোম্পানির শেয়ারদর বেড়েছে।

উত্থানের এই দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৭১টি কোম্পানির এবং কমেছে ৫৪টি কোম্পানির। আর দর অপরিবর্তিত রয়েছে ১৭০টি কোম্পানির।

আজ ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৯.২৩ পয়েন্ট। সূচকের এমন উত্থানের পেছনে ছিল ৮ কোম্পানির শেয়ার। যেগুলো হলো-সী পার্ল রিসোর্ট, খান ব্রাদার্স, বাটা সু, পূবালী ব্যাংক, পেসিফিক ডেনিমস, আএসআরএম ও ইয়াকিন পলিমার। লঙ্কাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে আজ ডিএসইর সূচক উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সী পার্ল রিসোর্ট। আজ কোম্পানিটির শেয়ার ১৭৫ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ১৮৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধির কারণে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ৩.৯৪ পয়েন্ট।

এদিন সূচক তোলার দ্বিতীয় কোম্পানি ছিল খান ব্রাদার্স। আজ কোম্পানিটির শেয়ার ৬২ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ৬৮ টাকায় লেনদেন হয়েছে। যার ফলে ডিএসইর সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ১.৬৯ পয়েন্ট।

একইভাবে বাটা সু, পূবালী ব্যাংক, পেসিফিক ডেনিমস, আএসআরএম ও ইয়াকিন পলিমারসহ আলোচ্য ৮ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির ফলে ডিএসইর সূচকের উত্থান হয়েছে প্রায় সাড়ে ৯ পয়েন্ট। আর আজ ডিএসইর সূচক বেড়েছে ৯.২৩ পয়েন্ট।

শেয়ারনিউজ, ২৩ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে