ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থান টেনে ধরেছে তিন কোম্পানির শেয়ার

২০২৩ নভেম্বর ২২ ১৭:০১:৩০
উত্থান টেনে ধরেছে তিন কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (২২ নভেম্বর) টানা চার কর্মদিবস পতনের পর উত্থান প্রবণতায় টার্ণ নিয়েছে দেশের শেয়ারবাজার। আজ দিনের শুরুতে বড় উত্থানের আভাস দেখা গেলেও শেষ বেলায় বড় উত্থান থেমে যায়। তারপরও এদিন উত্থানের ছোঁয়া দিয়েই বাজারে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ সূচকের বড় উত্থান থামিয়ে দিয়েছে তিন কোম্পানির শেয়ার। যেগুলো হলো-পূবালী ব্যাংক, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ ও খান ব্রাদার্স লিমিটেড। কোম্পানি তিনটির শেয়ার দরে আজ পতন হওয়ায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক খুব একটা সামনে এগুতে পারেনি।

কোম্পানি তিনটির মধ্যে আজ বড় মূলধনী কোম্পানি পূবালী ব্যাংকের শেয়ারদর কমেছে ২০ পয়সা। এতেই ডিএসইর সূচক টেনে ধরার দায় ছিল প্রায় ২ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছে ২৬ টাকা ২০ পয়সায়।

আরেক মেগা কোম্পানি অলিম্পিক ইন্ডাষ্ট্রিহের শেয়ারদর কমেছে ২ টাকা ৪০ পয়সা। এতে ডিএসইর সূচক টেনে ধরার দায় দাঁড়িয়েছে ১.১৫ পয়েন্টের বেশি। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪৪ টাকায়।

আজ সূচক টেনে ধরার তৃতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা ৭০ পয়সা। এতে ডিএসইর সূচক টেনে ধরায় দায় ছিল ১.১০ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬২ টাকা ৪০ পয়সায়।

শেয়ারনিউজ, ২২ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে