ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের নেপথ্য চার কোম্পানির শেয়ার

২০২৩ নভেম্বর ২২ ১৬:২৪:২৬
উত্থানের নেপথ্য চার কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : টানা চার কর্মদিবস পতনের বৃত্তে আটকে থাকার পর অবশেষে উত্থান প্রবণতায় টার্ণ নিয়েছে উভয় শেয়ারবাজার। আজ দিনের শুরুতে বড় উত্থানের আভাস দেখা গেলেও বিনিয়োগকারীদের অ্যাডজাস্ট করার চাপে শেষ বেলায় বড় উত্থান থেমে যায়। তারপরও এদিন উত্থানের ছোঁয়া দেখিয়েই উভয় শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২.৭৩ পয়েন্ট। সূচকের এই উত্থানের নেপথ্যে ছিল চার কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- জেমিনি সী ফুড, লাফার্জহোলসিম, পেসিফিক ডেনিমস ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে আজ সূচক উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জেমিনি সী ফুডের শেয়ার। আজ কোম্পানিটির শেয়ার ৪৯১ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ৫৩৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার এদিন শেষভাগে বিক্রেতাশুন্য ছিল। কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধির কারণে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে প্রায় ০.৮০ পয়েন্ট।

এদিন সূচকতোলারদ্বিতীয়কোম্পানিছিল লাফার্জহোলসিম। আজ কোম্পানিটির শেয়ার ৬৭ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ৬৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। যার ফলে ডিএসইর সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ০.৭২ পয়েন্ট।

পেসিফিক ডেনিমস আজ ডিএসইর সূচক বৃদ্ধিতে অবদান রাখার তৃতীয় কোম্পানি ছিল। কোম্পানিটির শেয়ার আজ ১২ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ১৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। যার ফলে ডিএসইর সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল প্রায় ০.৬৭ পয়েন্ট।

ওরিয়ন ইনফিউশনের শেয়ার আজ ২৯১ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ৩০৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। যার ফলে ডিএসইর সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ০.৬৪ পয়েন্ট।

শেয়ারনিউজ, ২২ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে