ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

অগ্রণী ইন্স্যুরেন্সের বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

২০২৩ নভেম্বর ২০ ১৮:৩১:১২
অগ্রণী ইন্স্যুরেন্সের বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : অগ্রণী ইন্স্যুরেন্সের বিরুদ্ধে প্রিমিয়াম আয়ের এক কোটি ১৭ লাখ টাকা কম দেখিয়ে রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছিল বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তদন্ত দল।

কিন্তু খোদ তদন্তকারীরাই অর্থ আত্মসাতের প্রকৃত তথ্য গোপন করেছে। পরে নিয়ন্ত্রক সংস্থার পুনঃতদন্তে প্রমাণ মিললো এক কোটি নয়, মোট ১০ কোটি টাকা আত্মসাৎ করেছে অগ্রণী ইন্স্যুরেন্স।

প্রকৃত আয় গোপন করার অভিযোগে চলতি বছরের ২৪ মে অগ্রণী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনের সাথে ব্যাংকের লেনদেন হিসাবে গড়মিল পেয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা।

২০২০ সালে অগ্রণী ইন্স্যুরেন্সের তিনটি ব্যাংক অ্যাকাউন্টে ৩০ কোটি ২৪ লাখ টাকার প্রিমিয়াম জমা হলেও ঐ বছরের আর্থিক প্রতিবেদনে ২৯ লাখ ৭ হাজার টাকা আয় দেখায় কোম্পানিটি। এতে এক কোটি ১৭ লাখ টাকা আয় কম দেখিয়ে তা আত্মসাৎ করা হয় বলে প্রতিবেদন দেয় তদন্ত দল।

কিন্তু অভিযোগ উঠেছে আত্মসাৎ করা প্রকৃত অর্থ ছিলো আরও বেশি। যা তদন্ত দল গোপন করেছে কিংবা অগ্রণী ইন্স্যুরেন্সকে ছাড় দিয়েছে। এই কারণে নিয়ন্ত্রক সংস্থা দ্বিতীয় দফায় তদন্তে করতে বাধ্য হয়।

২০২০ সালে অগ্রণী ইন্স্যুরেন্স বেসিক, ডাচ বাংলা ও যমুনা ব্যাংকের তিনটি অ্যাকাউন্টের মাধ্যমে ৩৮ কোটি ৭২ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহের প্রমাণ মেলে। কিন্তু ঐ বছরের আর্থিক প্রতিবেদনে তারা আয় দেখান ২৯ কোটি টাকা। অথ্যাৎ ৯ কোটি ৬৫ লাখ টাকা গোপন করে রাজস্ব ফাঁকি ও আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি। ৯ কোটি ৬৫ লাখ টাকা আয় কম দেখানোয় ভ্যাট ও স্টাম্প ডিউটি বাবদ দেড় কোটি টাকা রাজস্ব হারায় সরকার।

শেয়ারনিউজ, ২০ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে