ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ঘুম থেকে উঠেই দুই কোম্পানির বড় চমক

২০২৩ নভেম্বর ১৯ ১৫:৩৪:৪৩
ঘুম থেকে উঠেই দুই কোম্পানির বড় চমক

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন শেয়ারবাজারে লেনদেন তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছে বিমা, খাদ্য, অবকাশ, প্রকৌশল, ফার্মা ও বিবিধ খাতের কিছু আলোচিত কোম্পানির শেয়ার। কিন্তু আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৯ নভেম্বর) সব খাতের শেয়ারকে পেছনে ফেলে লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে সিরামিক খাতের ফু-ওয়াং সিরামিক ও মুন্নু সিরামিকের শেয়ার। যে খাতের শেয়ার লেনদেন তালিকায় বহু দিন যাবত দেখা মেলেনি।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন তালিকায় সিরামিক খাতের দুটি শেয়ার শক্তিমত্তা নিয়ে জেগে উঠেছে। যেগুলো হলো-ফু-ওয়াং সিরামিক ও মুন্নু সিরামিক। কোম্পানি দুটির মধ্যে ফু-ওয়াং সিরামিক আজ রেকর্ড লেনদেন নিয়ে শীর্ষ তালিকায় প্রথম স্থান দখল করেছে। আর মুন্নু সিরামিক লেনদেন তালিকায় ৯ম স্থানে উঠে এসেছে।

কোম্পানি দুটির মধ্যে ফু-ওয়াং সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ২৮ লাখ ২৮ হাজার ২৮২টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ৪৫ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার টাকা। আর মুন্নু সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৩৯০টি। যার বাজার মূল্য ছিল ৯ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকা।

আজ ডিএসই-তে মোট লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। যার মধ্যে ফু-ওয়াং সিরামিক ও মুন্নু সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৩.৮২ শতাংশ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, দীর্ঘদিন যাবত ফু-ওয়াং সিরামিক ও মুন্নু সিরামিকের শেয়ার ফ্লোর প্রাইসে ঘুমাচ্ছিল। আজ ঘুম থেকে উঠেই বড় চমক দেখিয়েছে। আজ কোম্পানি দুটি ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করে কোম্পানি দুটির শেয়ার আজ ঘুম থেকে উঠে ঝলক দেখানোর ঘটনা ঘটেছে বলে বাজার সংশ্লিষ্টরা বলছেন।

কোম্পানি দুটির শেয়ার আজ একদিকে যেমন লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে, অন্যদিকে শেয়ারবাজারে বড় পতনের দিনে আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে। বিশেষ করে আজ ফু-ওয়াং সিরামিক আজ লেনদেন ও দর বৃদ্ধিতে বাজিমাত করেছে। কোম্পানিটির শেয়ারদর আজ বেড়েছে ২৩.৫৬ শতাংশ।

ডিভিডেন্ড ও মুনাফা সংক্রান্ত কোম্পানি দুটির তথ্য:-

ফু-ওয়াং সিরামিক

৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২৩ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৯১ পয়সা। আগের বছর যা ছিল ১১ টাকা ৭৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

মুন্নু সিরামিক

৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৩ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮০ টাকা ২৯ পয়সা। আগের বছর যা ছিল ৮৩ টাকা ০১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

শেয়ারনিউজ, ১৯ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে