ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

‘এ’ গ্রুপের ৭ শেয়ারে ডুবেছে বিনিয়োগকারীরা

২০২৩ নভেম্বর ১৮ ১২:২৮:৫২
‘এ’ গ্রুপের ৭ শেয়ারে ডুবেছে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১২-১৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষ তালিকায় ছিল জেমিনি সী ফুড, অ্যাপেক্স ফুটওয়্যার, এডিএন টেলিকম, মুন্নু এগ্রো, অ্যারামিট লিমিটেড, সমরিতা হাসপাতাল, কেপিটাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, জিকিউ বলপেন এবং কেএন্ডকিউ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে প্রথম ৭টি ছিল ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। অর্থাৎ পতনের শীর্ষে থাকা প্রথম ৭টিই হলো ‘এ’ ক্যাটাগরির। যেগুলো হলো-জেমিনি সী ফুড, অ্যাপেক্স ফুটওয়্যার, এডিএন টেলিকম, মুন্নু এগ্রো, অ্যারামিট লিমিটেড, সমরিতা হাসপাতাল, কেপিটাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগকারীরাবড় লোকসানে পড়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে পড়েছে জেমিনি সী ফুডের বিনিয়োগকারীরা। কোম্পানিটির শেয়ার এর আগের দুই সপ্তাহেও বিনিয়োগকারীদের বড় লোকসানের মুখে ফেলেছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীরা নতুন করে ২২.৪৪ শতাংশ লোকসানের মুখে পড়েছে।

এছাড়া, আলোচ্য সপ্তাহে বিনিয়োগকারীরা অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ারে লোকসান দিয়েছে ১৬.৭৭ শতাংশ, এডিএন টেলিকমে ১৪.৫১ শতাংশ, মুন্নু এগ্রোতে ১২.৮৪ শতাংশ, অ্যারামিট লিমিটেডে ১২.৭৮ শতাংশ, সমরিতা হাসপাতালে ১০.৪০ শতাংশ এবং কেপিটাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডে ১০.১৪ শতাংশ লোকসান দিয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেপিটাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড ব্যতীত বাকি কোম্পানিগুলো সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু ডিভিডেন্ড ঘোষণার দিন বা পরের কয়েকদিন শেয়ারগুলোর দাম ইতিবাচক থাকলেও তারপর থেকেই ধারাবাহিক নেতিবাচক প্রবণতায় রয়েছে। যার কারণে কোম্পানিগুলোর শেয়ার বিনিয়োগকারীদের ডুবিয়েছে বলে তারা আক্ষেপ প্রকাশ করেছেন।

শেয়ারনিউজ, ১৮ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে